হংসরাজ সিংহ, পুরুলিয়া: জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিজেপি পরিচালিত শাকা গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হল তৃণমূল কংগ্রেস। এদিন আবাস যোজনা সহ ১০০ দিনের কাজ ও একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে প্রধান কে স্মারকলিপি তুলে দেয় তৃণমূলের প্রতিনিধি দল। এই ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত কার্যালয়ের সামনে। তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের এনে এলাকা অশান্ত করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থক যদিও বিশাল সংখ্যক পুলিশের মধ্যস্থতায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রঘুনাথপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মিহির বাউরির দাবি বিজেপি পরিচালিত শাকা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা সহ সরকারি প্রকল্পে স্বজনপোষণ করছে বিজেপি যদিও তার দাবিকে খারিজ করে বিজেপি পঞ্চায়েত প্রধান বাবন বাউরীর দাবি ভিত্তিহীন অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, নিয়ম-নীতি মেনেই সমস্ত প্রকল্পের কাজ হচ্ছে শাকা গ্রাম পঞ্চায়েতে। এদিন বিজেপি মন্ডল সভাপতি সন্তু তেওয়ারির দাবি সঠিকভাবে কাজ করছে শাকা গ্রাম পঞ্চায়েত বহিরাগত গুন্ডাদের এনে এলাকা অশান্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস।
মিহির বাউরীর বক্তব্য, 'আজ আমাদের ডেপুটেশন জমা দেওয়ার দিন ছিল। আমরা তাই দিয়েছি। যাবতীয় অনুমতি প্রশাসনের থেকে নিয়েই আমরা ডেপুটেশন জমা দিয়েছি। এখানে বিক্ষোভের কোনও কারণই নেই। সব অভিযোগই ভুল।' শাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবন বাউরী বলেন, 'দুর্নীতি আদৌ কিছু হয়েছে কিনা তা নিয়ে কোনও অভিযোগ এখনও জমা পড়েনি। ২০১৮ সালের সার্ভ অনুযায়ী আমরা সব কিছু খতিয়ে দেখছি যে কার এখানে বাড়ি পাওয়া উচত, বা কার নয়। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।' এদিকে বিজেপির তরফে বারবার আঙুল তোলা হচ্ছে। বিজেপির মন্ডল সভাপতি সন্তু তেওয়াড়ি বলেন, 'শাকা অঞ্চল খুব শান্তিপ্রিয় জায়গা। এখানে দারুণভাবে কাজ এগোচ্ছে। কিন্তু এর জন্যই তৃণমূলের লোকেরা বাইরে থেকে লোক নিয়ে এসে এই ধরনের বিক্ষোভ করছে, যার কোনও মানেই হয় না। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত।'