লন্ডন: ক্রিকেট সহ সমস্ত খেলাতেই অনেক সময় অপ্রত্যাশিত এমন অনেক ঘটনা দেখা যায় যেগুলি খুবই মজাদার। আর মাঠের মধ্যে এমন কোনও ঘটনা ঘটলে দর্শকরা তো বটেই, খেলোয়াড়রাও হাসি চেপে রাখতে পারেন না। এমনই একটি ঘটনা ঘটল কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে সাসেক্স ও মিডলসেক্সের ম্যাচে। সেই ঘটনার ভিডিও পোস্ট করেছে কাউন্টি চ্যাম্পপিয়নশিপ।জেমস হ্যারিসের বিরুদ্ধে সাসেক্সের প্লেয়ার টম হেইনেস এলবিডব্লু আউটের আবেদন মজাদার হয়ে উঠল। বল করে আম্পায়ারের দিকে তাকিয়ে পিছনের দিকে হাঁটতে হাঁটে পা পিছলে পড়ে যান হেইনেস। আর তা দেখে তাঁর সহ খেলোয়াড় ও ধারাভাষ্যকাররাও হেসে ফেলেন। কিন্তু এত কিছু করেও খালি হাতে ফিরতে হল তাঁকে। আম্পায়ার তাঁর আবেদনে সাড়া দিলেন না।



আর এই ঘটনার ভিডিও সামনে আসার পর সোশ্যাল মিডিয়া ইউজাররা বিভিন্ন ধরনের মজাদার মন্তব্য করেছেন।