নর্থ সাউন্ড (অ্যান্টিগা): ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে চার বোলার নিয়ে নামার ইঙ্গিত দিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের শেষ টেস্ট এই মাঠেই খেলা হয়েছিল। তখন পেসারদের সহায়ক পিচ দেওয়া হয়েছিল।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পিচের চরিত্র কেমন তা জানা সম্ভব হয়নি বলে বুধবার জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, পিচ এখনও ঢাকা রয়েছে। তবে পিচের চরিত্র অনুযায়ী তিন পেসার ও এক স্পিনার বা দুই পেসার ও দুই স্পিনার থাকতে পারে প্রথম একাদশে।
কোহলি বলেছেন, ইংল্যান্ড যখন শেষবার খেলেছিল, তখন পিচে ভালো বাউন্স ছিল। তাই এক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখে হতে পারে। এই মুহুর্তে যে কোনও বিকল্পের জন্য প্রস্তুত তাঁরা।
কোহলি বরাবরই পাঁচ বোলার নিয়ে খেলার পক্ষে। কারণ, তিনি মনে করেন টেস্ট জিততে গেলে বিপক্ষের ২০ উইকেট তোলা প্রয়োজন।
প্রায় সাত মাস পর ভারত পাঁচদিনের ফরম্যাটে খেলতে নামছে। শেষ সিরিজটা ভারতীয় দলের কাছে অত্যন্ত স্মরণীয়। ওই সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত।
কোহলি বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্মৃতি এখনও খেলোয়াড়দের মনে তরতাজা। সেইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের ঘটনাও ভুলতে পারেননি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে হেরে গিয়েছিল ভারত। তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় ভারত। শেষপর্যন্ত ২-১ সিরিজ জেতে বিরাট কোহলির দল।