আর তিনি শুধু মাঠেই নন, মাঠের বাইরেও নিজস্ব ছন্দে দেখা গেল শিখরকে। তাঁর সঙ্গে বলিউড তারকা রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে দুজনকে পদ্মাবত সিনেমার জনপ্রিয় খালিবালি গানের স্টেপস অনুসরণ করতে দেখা গিয়েছে।
ওই ভিডিও শিখর তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে লিখেছেন-‘খুব জমেগা রং, জব হো গব্বর অউর খিলজি স্যাং! একে অপরের মুভস শেখা’।