‘গব্বর ও খিলজি’: শিখর-রণবীরের ‘খালি বালি’ ডান্স মুভের এই ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2019 06:36 PM (IST)
আর তিনি শুধু মাঠেই নন, মাঠের বাইরেও নিজস্ব ছন্দে দেখা গেল শিখরকে। তাঁর সঙ্গে বলিউড তারকা রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে দুজনকে পদ্মাবত সিনেমার জনপ্রিয় খালিবালি গানের স্টেপস অনুসরণ করতে দেখা গিয়েছে।
নয়াদিল্লি: চলতি আইপিএলে দারুণ ছন্দে দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। গত সোমবার জয়পুরে রাজস্থান রয়্যালয়ের বিরুদ্ধে বড় রান তাড়া করে জিতেছে দিল্লি। রান তাড়া করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেন শিখর ধবন। পৃথ্বী শ-র সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ৭.৩ ওভারে ৭২ রান যোগ করে দলের জয়ের ভিত গড়ে দেন ‘গব্বর’। আর তিনি শুধু মাঠেই নন, মাঠের বাইরেও নিজস্ব ছন্দে দেখা গেল শিখরকে। তাঁর সঙ্গে বলিউড তারকা রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে দুজনকে পদ্মাবত সিনেমার জনপ্রিয় খালিবালি গানের স্টেপস অনুসরণ করতে দেখা গিয়েছে। ওই ভিডিও শিখর তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে লিখেছেন-‘খুব জমেগা রং, জব হো গব্বর অউর খিলজি স্যাং! একে অপরের মুভস শেখা’।