টসের সময় দল ভুললেন গম্ভীর, প্রথম একাদশ নিয়ে ভুল ট্যুইট আইপিএলের ট্যুইটার হ্যান্ডেলে, দিল্লি-পঞ্জাব ম্যাচের আগে বিভ্রান্তি
কিংস ইলেভেন পঞ্জাব দলের ক্ষেত্রে অবশ্য এ ধরনের কোনও ভুলত্রুটি হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখেলা শুরুর কয়েক মিনিট আগে এক্ষেত্রে সংশোধন ঘটানো হয় আইপিএলের ট্যুইটে। সেখানে দিল্লির দলে পাঁচটি পরিবর্তন সম্বলিত তালিকাটি দেওয়া হয়। ডিলিট করা হয় আগের ট্যুইটটি।
গম্ভীরই শুধু ভুল করেননি। ধোঁয়াশা তৈরি হয় আইপিএলে অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে দিল্লির প্রথম একাদশের ট্যুইট নিয়ে। গম্ভীর যে দুটি পরিবর্তনের কথা বলেছিলেন, সেই দুটি পরিবর্তন সম্বলিত দিল্লি ডেয়ারডেভিলসের প্রথম একাদশের উল্লেখ করা হয় ট্যুইটে।
এক্ষেত্রে দলে আরও তিনটি পরিবর্তন হয়। এর মধ্যে একটি তো খুবই গুরুত্বপূর্ণ। ভারতের অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের পৃথ্বী শ-র আইপিএলে অভিষেক ঘটে। তরুণ ক্রিকেটার আবেশ খানেরও দিল্লির হয়ে অভিষেক ঘটে।
গম্ভীর টসের সময় বলেন-দুটি পরিবর্তন হয়েছে। ক্রিস মরিস ও জেসন রয় চোট পেয়েছে। তাই দলে এসেছেন ড্যান ক্রিস্টিয়ান ও লিয়াম প্লাঙ্কেট।
টসের সময়ে দলের কথাই ভুলে গেলেন গম্ভীর। এটা অবশ্য আইপিএলে একেবারে বিরল ঘটনা নয়। অধিনায়করা অনেক সময়ই বিদেশী খেলোয়াড়দের নাম ভুলে গিয়েছেন। কিন্তু অভিজ্ঞ অধিনায়ক গম্ভীর টসের সময় বললেন, দলে দুটি পরিবর্তন হয়েছে। কিন্তু বাস্তবে দিল্লি দলে পাঁচটি পরিবর্তন হয়।
আট বছর পর দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলছেন স্থানীয় খেলোয়াড় গম্ভীর। কিন্তু ঘরের মাঠে ফেরার এই ক্ষণটি মসৃণ হল না গম্ভীরের।
মরশুমে ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ার ডেভিলসের প্রথম ম্যাচ। দিল্লি দলের অধিনায়ক গৌতম গম্ভীরের কাছে একটা বিশেষ মুহুর্ত।
এই তালিকায় যোগ হল নয়াদিল্লিতে দিল্লি ডেয়ার ডেভিলস ও কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচ।
আইপিএলে এর আগে বেশ কয়েকটি অদ্ভূত ঘটনা ঘটেছে। ভুল ব্যাটসম্যানের স্টাইক নেওয়া, বাউন্ডারি পেরোনোর আগেই বল বয়ের বল ধরে নেওয়ার মতো ঘটনা ঘটেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -