নয়াদিল্লি: ভারতের একদিনের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় যুবরাজ সিংহ চলতি বছর গত জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতের দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই দর্শনীয় বাঁহাতি ব্যাটসম্যান। ২০০৭-এর টি ২০ বিশ্বকাপ ভারত জিতেছিল। ওই বিশ্বকাপে যুবরাজের ব্যাট থেকে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ওভারে এসেছিল ছয়টি ছক্কা। সেই ঘটনা ভারতের সীমিত ওভারের ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। এরপর ২০১১-তে একদিনের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ। অসুস্থ অবস্থাতেই বিশ্বকাপে ব্যাটে-বলে চমকপ্রদ পারফরম্যান্স করেছিলেন তিনি। বিশ্বকাপের পর ক্যানসার ধরা পড়ে তাঁর। সেই ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েও মাঠে ফিরেছিলেন তিনি।
যুবরাজের এই অবদানের স্বীকৃতি হিসেবে ভারতীয় দলের ১২ নম্বর জার্সি চিরতরে তুলে রাখার জন্য বিসিসিআই-এর কাছে আর্জি জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তিনি বলেছেন, যুবরাজের মতো প্লেয়ার সচরাচর পাওয়া যায় না। ওই সংখ্যার জার্সি তুলে রাখাটা তাঁর প্রতি যোগ্য সম্মান প্রদর্শন হবে বলে মনে করছেন গম্ভীর।
গম্ভীর বলেছেন,সেপ্টেম্বর মাস নিয়ে আমার বিশেষ আবেগ রয়েছে। ২০০৭-এ এই মাসেই আমরা টি ২০ বিশ্বকাপ জিতেছিলাম। ওই টুর্নামেন্টে এবং ২০১১-র বিশ্বকাপে যুবরাজের দুরন্ত পারফরম্যান্সের কথা মাথায় আমি বিসিসিআই-এর কাছে ১২ নম্বর জার্সি তুলে রাখার আর্জি জানাচ্ছি। এভাবেই যুবরাজের মতো ক্রিকেটারকে যোগ্য সম্মান জানানো যেতে পারে।
২০০৭-এর সেই ছয় বলে ছয়টি ছক্কা সম্পর্কে জানতে চাইলে যুবরাজ তাঁকে কী বলেছিলেন, তাও জানিয়েছেন গম্ভীর। যুবরাজ তাঁকে বলেছিলেন, ‘কোনও পরিকল্পনা ছিল না। ব্যস হো গয়া’।
যুবরাজকে সম্মান জানাতে ১২ নম্বর জার্সি তুলে রাখতে বিসিসিআই-এর কাছে আর্জি গম্ভীরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2019 10:05 PM (IST)
ভারতের একদিনের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় যুবরাজ সিংহ চলতি বছর গত জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতের দুটি বিশ্বকাপজয়ী গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই দর্শনীয় বাঁহাতি ব্যাটসম্যান।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -