ইন্দোর: ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে চালান কাটতে এক বাইক আরোহীকে থামিয়ে ছিল ট্রাফিক পুলিশ। সেজন্য রাগে নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি। পুলিশ দাবি করেছে, মত্ত অবস্থায় বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি। মধ্যপ্রদেশের ইন্দোরের পরদেশীপুরা এলাকায় গতকাল রবিবার রাতে এই অদ্ভূত ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই ঘটনা সম্পর্কে শহরের পুলিশ সুপার (সিএসপি) নিহিত উপাধ্যায় আজ সোমবার জানিয়েছেন যে, ট্রাফিক পুলিশ যখন রবিবার রাতে এক বাইক আরোহীকে নিয়মমাফিক চেকিংয়ের জন্য থামান, তখন ওই ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন। তাঁর কাছে বাইকের কোনও কাগজপত্রও ছিল না।
উপাধ্যায় বলেছেন, কিন্তু ট্রাফিক পুলিশ চালান কাটার আগেই ওই ব্যক্তি রাগে তাঁর বাইকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। ওই ব্যক্তিকে খুঁজে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার জানিয়েছেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে রাস্তার ধারে বাইকে আগুন জ্বলতে দেখা গিয়েছে। পুলিশকর্মী ও পথচারীদের আশেপাশে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে।
ভিডিওতে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তির কথাবার্তাও শোনা গিয়েছে। তাঁদের বলতে শোনা গিয়েছে, মধ্যপ্রদেশে এখনও নয়া মোটর ভেহিকেল আইন চালুই হয়নি। এরপরও ট্রাফিক পুলিশ যানবাহন চালকদের ব্যতিব্যস্ত করে তুলছে।