নয়াদিল্লি: শহিদ জওয়ানদের ১০০ জন সন্তানের দায়িত্ব নেবে তাঁর ফাউন্ডেশন, ট্যুইট করে এ কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা অধুনা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। নয়াদিল্লির গৌতম গম্ভীর ফাউন্ডেশন একটি দাতব্য সংস্থা। এই সংস্থা শহিদ জওয়ানদের সন্তানদের পাশে দাঁড়ায়।
রবিবার ট্যুইট করে গম্ভীর বলেছেন, ‘এইসব দেবদূতদের মুখে হাসি ফোটানো আমার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব। অভিনন্দন জিজি ফাউন্ডেশন! একথা জানাতে গর্ব বোধ করছি যে, আমরা শহিদ জওয়ার ১০০ জন সন্তানের দায়িত্ব নেব। ওদের বাবারা দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন এবং আমরা তাঁদের প্রতি কতটা কৃতজ্ঞ, এবার তা দেখানোর পালা আমাদের’।