রবিবার ট্যুইট করে গম্ভীর বলেছেন, ‘এইসব দেবদূতদের মুখে হাসি ফোটানো আমার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব। অভিনন্দন জিজি ফাউন্ডেশন! একথা জানাতে গর্ব বোধ করছি যে, আমরা শহিদ জওয়ার ১০০ জন সন্তানের দায়িত্ব নেব। ওদের বাবারা দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন এবং আমরা তাঁদের প্রতি কতটা কৃতজ্ঞ, এবার তা দেখানোর পালা আমাদের’।