মুম্বই: আজ, শুক্রবার গণেশ চতুর্থী। সারা দেশে চলছে সিদ্ধিদাতার আরাধনা। করোনা পরিস্থিতিতে সবরকম সতর্কতা অবলম্বন করেই চলছে পুজোপাঠ। গণেশ বন্দনায় মেতেছেন তারকারাও। মুম্বইয়ে নিজের বাড়িতে সিদ্ধিদাতার আরাধনায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। নিজে হাতে ফুলের মালা দিয়ে সাজালেন আরাধ্য দেবতার মূর্তি। তত্ত্বাবধান করলেন তাঁর মা রজনী তেন্ডুলকর।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন কিংবদন্তি ক্রিকেটার। সঙ্গে লিখলেন, 'গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে গণপতি ও বাড়ির অন্যান্য আরাধ্য দেবতার মূর্তি ফুল দিয়ে সাজালাম। মা দেখাশোনা করল। গণপতি বাপ্পা মোরিয়া।'


বারো মাসে তেরো পার্বণ বাঙালির। সেই পার্বণের পাশাপাশি, বাংলাতেও বড়সড় উত্সবের জায়গা করে নিয়েছে গণেশ পুজো। শারদোৎসবের মাসখানেক আগেই আসছেন গণপতি। করোনা আবহে ক্যালেন্ডার মেনে এসে পড়েছে গণেশ চতুর্থী। গণপতি বাপ্পাকে নিয়ে উন্মাদনার শেষ নেই আরব সাগরের তীরে। গঙ্গাপাড়ের কলকাতাতেও এখন জমজমাট সেই উৎসব। তবে আসমুদ্রহিমাচলে এবার গণপতি উৎসব হচ্ছে করোনা বিধি মেনে। বাইরে জমায়েত করতে বারবার মানা করা হচ্ছে প্রশাসনের তরফে।

গণেশ চতুর্থীতে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন , 'আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। এই শুভ অনুষ্ঠান সবার জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বয়ে আনুক। গণপতি বাপ্পা মোরিয়া!'

করোনা পরিস্থিতিতে সমস্ত উৎসব উদযাপনেই কাটছাঁট হয়েছে। তার মধ্যেও যে যার সাধ্য মতো উৎসব আয়োজন করছেন। আজ সারা দেশে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব (Ganesh Chaturthi 2021)। পূরাণ অনুযায়ী জানা যায় যে, আজকের দিনেই জন্ম হয়েছিল গণেশের। তাঁর জন্মতিথি অনুসারেই তাই আজকের দিনটাকে গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয়। পূণ্যার্থীরা বিশ্বাস করেন যে, গণেশ পুজো করলে সমস্ত দুঃখ, দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। তেমনই সংসারে শ্রীবৃদ্ধিও হয়।

ট্যুইটারে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লেখেন,  "গণপতি বাপ্পা মোরিয়া! গণেশ চতুর্থীর শুভ উপলক্ষ্যে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। আমি কামনা করি যে সব বিঘ্ন নাশ করে গণপতি কোভিড -১৯ এর বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা সফল করুন এবং সবাইকে সুখ এবং শান্তি দিন। আসুন আমরা সবাই কোভিড-বান্ধব আচরণ করে এই উৎসব উদযাপন করি।''