কলকাতা: ইডেন টেস্টের আগে ভারতীয় শিবিরে ধাক্কা৷ হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গেলেন কে এল রাহুল৷ তাঁর জায়গায় দলে এলেন গৌতম গম্ভীর৷
ফের একবার তাঁর সামনে খুলে গেল টিম ইন্ডিয়ার দরজা৷ দুরন্ত ফর্ম আর দীর্ঘ পরিশ্রমের ফসল কি পেতে চলেছেন গৌতম গম্ভীর? বিরাট কোহালির সঙ্গে তাঁর শত্রুতার থেকে এবার কি বন্ধুত্ব? ইডেন টেস্টের আগে হঠাত্ই সেই সম্ভাবনা প্রবল৷ কেএল রাহুলের বদলি হিসেবে ভারতীয় দলে ফের ঢুকে পড়লেন গৌতম গম্ভীর৷
কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান ওপেনার কে এল রাহুল৷ এখনও ভোগাচ্ছে সেই চোট৷ ফলে, শুক্রবার থেকে শুরু হতে চলা ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি৷ আর, তাতেই ভাগ্যের শিকে ছিঁড়ল দিল্লির ওপেনারের৷ ইতিমধ্যে ব্যাঙ্গালোরের ফিটনেস টেস্টেও উতরে গিয়েছেন তিনি৷
২০১৬ আইপিএলে ১৫ টি ম্যাচে করেছেন ৫০১ রান৷ গত রঞ্জি ট্রফিতেও দুর্ধর্ষ পারফরমেন্স৷ এই মরসুমের গোলাপি বলের দলীপ ট্রফিতেও রীতিমত নজরকাড়া স্কোর৷ তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে ৯৪, ৩৬, ৯০, ৫৯ ও ৭৭ রান৷ দেশের হয়ে খেলেছেন ৫৬ টি টেস্ট৷ তাঁর ব্যাট থেকে এসেছে ৪০৪৬ রান৷
তবে, ইডেন টেস্টেই প্রথম এগারোয় তাঁর ঢুকে পড়ার সম্ভাবনা কম৷ কে এল রাহুলের জায়গায় বিজয়ের সঙ্গে ওপেন করতে নামতে পারেন শিখর ধবন৷ সেক্ষেত্রে আপাতত রিজার্ভ ওপেনার হিসেবে দলে থাকতে পারেন গম্ভীর৷ শেষবার দেশের হয়ে টেস্ট খেলেছিলেন ২০১৪-তে৷ ২ বছর পর ফের গায়ে টিম ইন্ডিয়ার জার্সি৷ ফের কি গম্ভীরের ব্যাটে রানের বন্যা৷ গম্ভীরের উত্তরের অপেক্ষায় ক্রিকেটভক্তরা৷
চোটের কারণে ছিটকে গেলেন কে এল রাহুল, তার জায়গায় দলে গৌতম গম্ভীর
Web Desk, ABP Ananda
Updated at:
27 Sep 2016 11:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -