মুম্বই: ১৯৯৮ সালের এশিয়াডে সোনাজয়ী বক্সার ডিঙ্গো সিংহের পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর। ক্যান্সারে আক্রান্ত ডিঙ্গোর সম্প্রতি জীবনদায়ী অস্ত্রোপচার হয়েছে। তবে এখনও তিনি বিপদমুক্ত হননি। তাঁর যকৃতের ৭০ শতাংশ অপসারণ করতে হবে। ডিঙ্গোর পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। সেই কারণেই তাঁর পাশে দাঁড়ালেন গম্ভীর।


সম্প্রতি ডিঙ্গোর স্ত্রী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাঁরা ইতিমধ্যেই ১০ লক্ষ টাকা খরচ করেছেন। ভবিষ্যতে চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করবেন, সে বিষয়ে তাঁরা চিন্তিত। তাঁদের অবশ্যই সাহায্য দরকার।

গম্ভীর ট্যুইটারে ডিঙ্গোকে সাহায্য করার আবেদন জানিয়েছেন। এর আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলও ডিঙ্গোকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।