কলকাতা: খুব বেশি মানুষের নামের সঙ্গে সামঞ্জস্য থাকে না। কানা ছেলের নাম পদ্মলোচন তো প্রবাদে চলে গিয়েছে। ব্যতিক্রম গৌতম গম্ভীর। নামের মত বাস্তব জীবনেও বেজায় গুরুগম্ভীর তিনি। শুক্রবার যখন আইপিএলে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে কেকেআর জিতল, দলের অধিনায়ক গম্ভীর তখনও ছিলেন বেজায় পেশাদার, সিরিয়াস।
পঞ্জাবি মুন্ডা হওয়া সত্ত্বেও নাচ টাচ বিশেষ পছন্দ করেন না গম্ভীর। স্ত্রী নাতাশাও তাঁকে নাচাতে পারেননি, এমনকী শ্যালকের ব্যাচেলর্স পার্টিতেও। কিন্তু এবার এক বিজ্ঞাপনী শ্যুটিংয়ে গৌতম নেচেছেন। আর সে কথা এক সংবাদপত্রে লিখেছেন নিজেই।
গৌতম লিখেছেন, পঞ্জাবি হিসেবে বাটার চিকেন আর ডাল তাঁর পছন্দ, ভাল লাগে পঞ্জাবি গানও, তবে ডিজে টিজে চলে না। আর নাচ তো মোটেই নয়। স্ত্রী তাঁকে নাচাতে পারেননি, পারেননি শাহরুখ খানও কেকেআর-এর আফটার ম্যাচ পার্টিতে। কিন্তু এবার স্পনসরের জন্য নাচতে হওয়ায় বেজায় ফ্যাসাদে পড়েছেন গৌতম। কারণ স্ত্রী জানতে পারলে তিনি আস্ত নাও থাকতে পারেন।
এত গেল নাতাশার কথা। কী বলছেন কেকেআর টিমমেটরা? ইউসুফ পাঠান নাকি হাসি থামাতে পারছেন না। সূর্যকুমার যাদব আবার তাঁকে নাচ শেখানোর অফার করেছেন, তবে বদলে তাঁকে ব্যাটিংটা শেখাতে হবে। আর একজন নাকি তাঁকে আড়ালে উপদেশ দিয়েছেন, আর কখনও নাচ টাচ করতে যেও না ভাই।
কিন্তু সে সব তো অন্য কথা। গৌতম এখন ভয় পাচ্ছেন, নাতাশা জানতে পারলে কী হবে!
বউ জানতে পারলে মেরে ফেলবে! কী এমন করলেন, যে এত ভয় পাচ্ছেন গৌতম গম্ভীর?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Apr 2017 09:26 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -