নয়াদিল্লি: আজ জন্মদিনে ভারতীয় দলের প্রাক্তন বাঁ হাতি ওপেনার গৌতম গম্ভীর। তিনি ৩৮ বছর পূর্ণ করলেন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ। ভিভিএস লক্ষ্মণ, চেতেশ্বর পূজারা, সুরেশ রায়না, ইরফান পঠান, আর পি সিংহ, সিদ্ধার্থনাথ সিংহরা ট্যুইট করে গম্ভীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিসিসিআই, আইসিসি-র পক্ষ থেকেও ট্যুইট করে গম্ভীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।
পূর্ব দিল্লির সাংসদ গম্ভীর ভারতীয় দলের হয়ে ১৪৭টি একদিনের ম্যাচ, ৫৮টি টেস্ট ম্যাচ এবং ৩৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ১০ হাজারেরও বেশি। টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মিলিয়ে শতরান ২০টি। টেস্টে গম্ভীরের সর্বোচ্চ রান ২০৬। একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান ১৫০ অপরাজিত। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর। তাঁর নেতৃত্বেই দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।