সিডনি: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সঙ্গে তাঁর নাম যুক্ত। অথচ সুনীল গাওস্করকেই সিডনিতে চলতি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। গাওস্কর নিজেই এ কথা জানিয়েছেন।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাওস্কর বলেছেন, ‘গত মে মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ জেমস সাদারল্যান্ড আমাকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন, বর্ডার-গাওস্কর ট্রফির সময় আমি থাকতে পারব কি না। আমার থাকতে কোনও অসুবিধা ছিল না। কিন্তু তিনি পদত্যাগ করার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি।’
এবারই প্রথম নয়, এর আগেও বর্ডার-গাওস্কর ট্রফির পুরস্কার বিতরণের সময় ভারতীয় কিংবদন্তীকে ডাকেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের গত অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্টের পর ধারাভাষ্যকার হিসেবে মাঠে হাজির থাকা সত্ত্বেও পুরস্কার দেওয়ার সময় গাওস্করকে ডাকা হয়নি। এবারও তাঁকে আমন্ত্রণ জানানো হল না। গাওস্কর জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ব্যবহারে তিনি হতাশ।
সিডনি টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত নন গাওস্কর!
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2019 04:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -