ধর্মশালা: এবার বিদেশের মাটিতে ভারতের সিরিজ জয়ের সময় এসেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর এই মন্তব্য করেছেন ভারতের টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল মনোহর গাওস্কর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ সিরিজ জয়ের পর ভারতীয় দলের উচ্ছ্বসিত প্রশংসা করে গাওস্কর বলেছেন, বিদেশি পরিবেশে সফল হওয়াটা প্রত্যেক ভারতীয় ক্রিকেটারেরই স্বপ্ন। ওটাই আমরা সব সময় করতে চেয়েছি। খেলোয়াড় হিসেবে বিদেশের মাটিতে নিজেদের পরীক্ষা নিয়েছি। দেশের মাঠের পরিবেশ পরিচিত। ঘরের মাঠে ভালো ফল করাটা খুবই ভালো ব্যাপার। এটাই প্রত্যাশিত। কিন্তু বিদেশের মাটিতে জয়ের তৃপ্তিটা একেবারেই আলাদা। যে পরিবেশ অপরিচিত, সেখানে ভালো খেলতে পারা একটা দুর্দান্ত অনুভূতি।


টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, বিদেশে সিরিজ জয়ের লক্ষ্যে সঠিক দিশাতেই এগোচ্ছে ভারত। তিনি বলেছেন, অনিল কুম্বলের কোচিংয়ে ভারতীয় দল একেবারেই সঠিক পথে এগিয়ে চলেছে। অনিলের শুধু যে বিপুল অভিজ্ঞতার ভাণ্ডারই রয়েছে তাই নয়, তিনি একজন আক্রমণাত্মক বোলারও।আমি মনে করি অনিলের টেম্পারমেন্ট ফাস্ট বোলারদের মতো। আর সেই আগ্রাসী মানসিকতার পরিচয় দলের বোলাররা দিয়েছেন। উমেশ যাদবের কথাই ভাবুন। ওর দারুন একটা মরশুম কাটল। ১৩ টা ম্যাচের মধ্যে ১২ টাতেই ও খেলেছে। ওই ম্যাচগুলিতে নিজের পারফরম্যান্সের মাধ্যমে উমেশ দেখিয়ে দিয়েছে, ঘরের মাঠে তিনটি সিরিজ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

এর পাশাপাশি, প্রাক্তন এই কিংবদন্তী ব্যাটসম্যান ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারতের এতজন পেস বোলার রয়েছে। এই বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যেতে পারে। বিদেশের মাটিতে খেলার ক্ষেত্রে যা ভারতের পক্ষে খুবই ভালো খবর।

গাওস্কর সিরিজের নির্ণায়ক ম্যাচে আজিঙ্কা রাহানের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেছেন।