মোহালি: ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল যেদিন ফর্মে থাকেন, সেদিন অন্য সব ক্রিকেটারই ম্লান হয়ে যান। বৃহস্পতিবার মোহালিতে সেটাই দেখা গেল। এবারের আইপিএল-এর প্রথম শতরানটি এলে গেইলের ব্যাট থেকে। ৫৮ বলে শতরান করলেন এই ক্যারিবিয়ান দৈত্য। শেষপর্যন্ত তিনি ৬৩ বলে ১১টি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে ১০৪ রানে অপরাজিত থাকেন। মূলত গেইলের এই ইনিংসের সুবাদেই সানরাইজার্স হায়দরাবাদকে ১৫ রানে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৩ রান করে পঞ্জাব। গেইল ছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। তাতে অবশ্য পঞ্জাবের কোনও সমস্যা হয়নি। মেন্টর বীরেন্দ্র সহবাগও যেদিন মেজাজে থাকতেন, সেদিনও অন্য ব্যাটসম্যানদের রান করার প্রয়োজন হত না। গেইলও তেমনই একজন বিস্ফোরক ব্যাটসম্যান।
রান তাড়া করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহার (৬) উইকেট হারায় হায়দরাবাদ। শিখর ধবন (০) চোট পেয়ে অবসৃত হন। অধিনায়ক কেন উইলিয়ামসন (৫৪) ও মণীশ পাণ্ডে (অপরাজিত ৫৭) লড়াই করেন। তবে পঞ্জাবের রানের ধারেকাছেও পৌঁছতে পারেনি হায়দররাবাদ। উইলিয়ামসনের দল ৪ উইকেটে ১৭৮ রান করে। পঞ্জাবের হয়ে মোহিত শর্মা ও অ্যান্ড্রু টাই দু’টি করে উইকেট নেন।
৫৮ বলে শতরান, মোহালিতে গেইল-ঝড়, হায়দরাবাদকে ১৫ রানে হারাল পঞ্জাব
Web Desk, ABP Ananda
Updated at:
19 Apr 2018 11:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -