বার্সেলোনা: জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন, এবার ফুটবলকেই বিদায় জানাতে চলেছেন স্পেনের কিংবদন্তি ফুটবলার জেরার্ড পিকে (Gerard Pique)। বৃহস্পতিবারই (৩ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পিকে নিজের অবসরের কথা ঘোষণা করেন। ফিফা বিশ্বকাপের আগেই খেলোয়াড় হিসাবে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন পিকে। আলমেরিয়ার বিরুদ্ধে এই শনিবারই তিনি বার্সেলোনার (FC Barcelona) ঘরের মাঠে শেষবার মাঠে নামতে চলেছেন।
পিকের ঘোষণা
নিজের সোশ্যাল মিডিয়া এক ভিডিওর মাধ্যমে পিকে জানান, 'শনিবার আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচটিই ক্যাম্প ন্যুতে আমার শেষ ম্যাচ হতে চলেছে। আমি সকলকে জানাতে চাই যে আমার সফর শেষ করার সময় চলে এসেছে। বার্সার পরে আর অন্য কোনও দল নয়। আমি এরপর থেকে বার্সা ভক্ত হিসাবেই দলকে সমর্থন করব এবং আমার ছেলে বার্সার প্রতি আমার ভালবাসাটা এগিয়ে নিয়ে যাবে। তবে অন্য কোনওভাবে হলেও আমি আবার ফিরব।'
কাতালান ক্লাবের হয়েই পিকের ফুটবল পথ চলা শুরু। ১০ বছর বয়সে তিনি বার্সার লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেন। ২০০৪ সালে বার্সা ছেড়ে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন। সেখানেই চার বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। তবে তার পরের মরসুমেই ম্যান ইউনাইটেড ছেড়ে বার্সাতে ফেরেন পিকে। বার্সার হয়ে আটটি লা লিগা খেতাব, সাতটি কোপা দেল রে এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পিকে। স্পেনের হয়েও পিকের কেরিয়ার সাফল্যে মোড়া। স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ইউরো কাপ, উভয়ই জেতেন পিকে।
বিশ্বকাপ বিরতি
তবে আর নয়। ৩৫ বছর বয়সেই কেরিয়ারে ইতি টানলেন পিকে। বিশ্বকাপ শুরুর আগে বার্সেলোনা আলমেরিয়া এবং ওসাসুনার বিরুদ্ধে যথাক্রমে ৬ ও ৯ নভেম্বর দুইটি ম্যাচ খেলবে। তারপরেই বিশ্বকাপের জন্য লম্বা বিরতি। ডিসেম্বরের একেবারে শেষ দিকে সম্ভবত আবার মাঠে নামবে বার্সা। স্পেনের জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন পিকে। তাই বিশ্বকাপেও খেলবেন না তিনি। সেই কারণেই বিশ্বকাপের আগেই অবসর ঘোষণা করলেন স্পেনের তারকা ডিফেন্ডার।
আরও পড়ুন: নির্বাচকদের সঙ্গে মনোমালিন্য, আফগানিস্তানের নেতৃত্ব ছাড়লেন নবি