অ্যাডিলেড: মঙ্গলবার, ৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার রানে পরাজিত হয় আফগানিস্তান দল (AUS vs AFG)। ব্যাট হাতে রশিদ খানের মরিয়া লড়াইও আফগানদের ম্যাচ জেতাতে পারেননি। এই হারের ফলে আফগানিস্তান দলের বিশ্বকাপ অভিযানও সমাপ্ত হয়েছে। এই হারের পরপরেই আফগান দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন মহম্মদ নবি (Mohammad Nabi)। 


নবির পোস্ট


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মাত্র কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আফগানিস্তানের সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন নবি। নির্বাচকদের সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ করে তিনি লেখেন, 'বিশ্বকাপে এমন পারফরম্যান্স আমরা বা আমাদের সমর্থকরা কেউই আশা করেননি। ম্যাচগুলির ফলাফল নিয়ে আমরাও হতাশ। এক বড় টুর্নামেন্টের আগে যেমন প্রস্তুতির প্রয়োজন, বিগত বছরে আমরা তেমনভাব নিজেদের প্রস্তুত করতে পারিনি। বিগত কয়েকটি সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচন কমিটি ও আমার মধ্যে মতবিরোধও হয়, যার সরাসরি প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে। সেই কারণেই আমি এখনই অধিনায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে দলের যতদিন আমায় প্রয়োজন ততদিন পর্যন্ত আমি দলের হয়ে খেলা চালিয়ে যাব।'


 






বিশ্বকাপে ব্যর্থ আফগানিস্তান


নবি ২০১৩ সালে প্রথমবার টি-টোয়েন্টিতে আফগানদের নেতৃত্ব দেন। তারপর একাধিক দফায় আফগানদের ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন নবি। তাঁর অধীনে আফগানিস্তান ১৬টি ম্যাচ জিতেছে। আফগানিস্তান এই বিশ্বকাপে মোট তিনটি ম্যাচেই মাঠে নামতে পেরেছে। এই তিন ম্যাচের একটিতেও জয় পায়নি আফগানরা। তাদের বাকি দুই ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে যায়। এরপরেই নবি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে দলের নেতৃত্ব ছাড়লেন।


আরও পড়ুন: ৫ বলে ওভার শেষ! কী এমন ঘটল বিশ্বকাপে