মিউনিখ : চিরঘুমের দেশে ফুটবল কিংবদন্তি গার্ড মুলার। জার্মান কিংবদন্তির বয়স হয়েছিল ৭৫। বায়ার্ন মিউনিখের তরফে জানানো হয়েছে যে খবর। জার্মান ক্লাবের জার্সিতে কেরিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছিলেন মুলার। ২০১৫ থেকে অ্যালজাইমার্সে ভুগছিলেন তিনি। বাড়িতে বিশেষ চিকিৎসা চলছিল ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে নির্ণায়ক গোল করে দেশকে বিশ্বকাপ জেতানোর নায়কের।


রবিবার ব্যাভারিয়ান জায়ান্টসদের পক্ষে বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ বায়ার্ন মিউনিখের গোটা জগৎ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে। প্রয়াত হয়েছেন গার্ড মুলার। বয়স হয়েছিল ৭৫। ওঁর স্ত্রী উসি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আর ক্লাবের ইতিহাসে ও আমাদের স্মৃতিতে সবসময় উজ্জ্বল হয়ে থাকবেন গার্ড মুলার।'  


বায়ার্ন মিউনিখের জার্সিতে ৬০৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৫৬৬টি গোলের নজির রয়েছে গার্ড মুলারের। শুধুমাত্র বুন্দেশলিগায় ৩৬৫ গোল করেছিলেন কিংবদন্তি স্ট্রাইকার। জার্মানির সেরা লিগে সাতবার সর্বোচ্চ গোলদাতার সম্মান পেয়েছিলেন তিনি। ১৯৭০ বিশ্বকাপেও জার্মানি (তৎকালীন ওয়েস্ট জার্মানি) সাফল্যে (তৃতীয় স্থান) গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ১৯৭২ ইউরোতে সর্বোচ্চ স্কোরার ছিলেন মুলার। যে প্রতিযোগিতার ফাইনালে জোড়া গোল করে জার্মানিকে সোভিয়েত ইউনিযনের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে তাঁর করা নির্ণায়ক গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি।



১৯৬৪ সালে বায়ার্ন মিউনিখে ক্লাবে নাম লেখানোর পর ইন্টারকন্টিনেন্টাল কাপ, তিনবার ইউরোপীয়ান কাপ, ইউরোপীয়ান কাপ উইনার্স কাপ ছাড়াও ব্যাভারিয়ান জায়ান্টসদের জার্সিতে চারবার করে বুন্দেশলিগা ও ডিএফবি কাপ জিতেছিলেন মুলার। ফুটবলার হিসেবে অবসরের পরও তাঁর বায়ার্নের সঙ্গে অভিন্ন যোগাযোগ বজায় ছিল। অসুস্থ হয়ে পড়ার আগে পর্যন্ত দীর্ঘদিন বায়ার্নের যুব দলের কোচিং করিয়েছিলেন গার্ড মুলার।


কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ গোটা ফুটবলমহল। বায়ার্ন মিউনিখের সিইও তথা জার্মান ফুটবলের অপর কিংবদন্তি অলিভার কান বলেছেন, 'গার্ড মুলারের প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত। বায়ার্ন মিউনিখের ইতিহাসে সর্বোত্তম কিংবদন্তি ছিলেন উনি। বায়ার্ন ক্লাব ও জার্মান ফুটবলের প্রতি ওঁর অবদান অনস্বীকার্য। আমাদের হৃদয়ে সারাজীবন থাকবেন গার্ড।'