নয়াদিল্লি: অবশেষে লঞ্চ করল বহু প্রতীক্ষিত Ola electric scooter। কোম্পানির S1 ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা। এ ছাড়াও আরও একটি ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এনেছে কোম্পানি। 


Ola electric scooter-এর দাম


টিজার ছাড়ার পর থেকেই স্কুটারের বুকিং শুরু করে দিয়েছিল ওলা। মাত্র ৪৯৯ টাকায় যেকেউ এই ইলেকট্রিক স্কুটারের বুকিং করতে পারছিলেন। কোম্পানি আগেই জানিয়েছিল, ১৫ অগাস্ট স্কুটারের আত্মপ্রকাশের দিন গাড়ির সম্পর্কে বিশদে জানাবে তারা। এদিন কথামতো স্কুটারের দাম প্রকাশ্যে এনেছে কোম্পানি।


Ola S1 electric scooter-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম)। পাশাপাশি Ola S1 Pro electric scooter এনেছে কোম্পানি । ১,২৯,৯৯৯ টাকায়(এক্স শোরুম প্রাইস)পাওয়া যাবে এই স্কুটার। তবে কোম্পানি জানিয়েছে, FAME সাবসিডি পায় এমন রাজ্যে স্কুটারের দাম আরও কম হবে। একবার দেখে নেওয়া যাক, কোন রাজ্যে কত দাম হচ্ছে ওলার স্কুটারগুলির। 


দিল্লিতে ওলা ইলেকট্রিক স্কুটারের দাম ৮৫,০৯৯ টাকা। গুজরাতে আরও কম দাম রাখা হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটারের। এখানে ৭৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে স্কুটার। মহারাষ্ট্রে ওলার স্কুটার কিনতে ৯৪,৯৯৯টাকা দিতে হবে ক্রেতাকে। রাজস্থানে স্কুটার কিনতে ক্রেতাকে গুনতে হবে ৮৯,৯৬৮ টাকা। তবে এ সবই ওলা ইলেকট্রিক স্কুটারের এক শোরুম প্রাইস।


কোম্পানির তরফে জানানো হয়েছে, অক্টোবর থেকেই স্কুটারের ডেলিভারি শুরু করবে ওলা। ২৯৯৯টাকা মাসিক কিস্তিতে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটারগুলি। তবে জারি থাকছে, স্কুটার বুকিং। 


Ola S1 ও Ola S1 Pro-এর মধ্যে পার্থক্য কী ?


৯০ কিলোমিটারের টপ স্পিড দেবে Ola S1 স্কুটার। (০-৪০) কিমি গতি তুলতে ৩.৬ সেকেন্ড সময় লাগবে Ola S1-এর। ৮.৫ কিলোওয়াটের পাওয়ারে ১২১ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দেবে এই ইলেকট্রিক স্কুটার।


সেই জায়গায় Ola S1 Pro-তে থাকছে ১১৫ কিলোমিটারের সর্বোচ্চ গতি।(০-৪০) কিমি গতি তুলতে ৩ সেকেন্ড সময় নেবে এই স্কুটার। ৮.৫ কিলোওয়াট পাওয়ারে ১৮১ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দেবে এই স্কুটার।