ইতালিকে সাডেন ডেথে হারিয়ে ইউরোর সেমিফাইনালে জার্মানি
ABP Ananda, web desk | 03 Jul 2016 01:36 AM (IST)
প্যারিস: ইতিহাস গড়ল জার্মানি। পেনাল্টি সাডেন ডেথে ইতালিকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছল জার্মানি। এর আগে ইউরো বা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে প্রথম বার ইতালিকে হারিয়ে ইতিহাস গড়ল জার্মানরা। কোয়ার্টার ফাইনালে আধিপত্য ছিল জার্মানিরই। বল দখলের লড়াইতে এগিয়ে ছিল তারা। ৬৫ মিনিটে ওজিলের করা গোলে এগিয়ে যায় তারা। কিন্তু পর বোনুচ্চির গোলে নির্ধারিত সময়ে ১-১ করে ফেলে ইতালি। বক্সের মধ্যে একটা বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন বোয়েতাং। ইতালির হয়ে ১-১ করার সুযোগ নষ্ট করেননি বোনুচ্চি। জার্মান গোলকিপার সঠিক দিকে লাফিয়েও গোল বাঁচাতে পারেননি। এরপর অতিরিক্ত সময়ে কোনও দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় সাডেন ডেথ অবধি। এত দীর্ঘ পেনাল্টি শ্যুট আউট এর আগে ইউরোতে হয়নি। শেষপর্যন্ত জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েয়ার মাত্তেও দারমিয়ানের শট বাঁচান। অন্যদিকে, জোনাস হেক্টর চূড়ান্ত স্পট কিকে বুফোঁকে পরাস্ত করে ইতালির জালে বল জড়িয়ে দেন। পেনাল্টিতে শেষ পর্যন্ত ৬-৫ গোলে ইতিহাস ছুঁয়ে ফেলে জোয়াকিম লো-র ছেলেরা।