দোহা: বড় ব্যবধানে জয়। কিন্তু সেই জয়ও কাজে এল না। কোস্তারিকাকে (Costarica) হারানোর দিনেই বিশ্বকাপ (World Cup 2022) থেকে ছিটকে গেল জার্মানি (Germany)। প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে হার কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল ম্যানুয়ের ন্যয়ারদের। বৃহস্পতিবার কোস্তারিকার বিরুদ্ধে জয় তো আবশ্যক ছিলই। একই সঙ্গে গ্রুপের দ্বিতীয় ম্যাচ স্পেন বনাম জাপান ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হত জার্মানদের। মুলাররা গতকাল ৪-২ ব্যবধানে কোস্তারিকাকে হারালেও জাপান স্পেনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় এশিয়ার দেশটি। ছিটকে যায় জার্মানি। 


২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর এবার ২০২২ সালে কাতার বিশ্বকাপ। পরপর ২ বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি। অথচ ২০১৪ বিশ্বকাপে এই জার্মানিই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে শেষবার ১৯৩৮ সালে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার যেখানে জার্মানি গ্রুপ পর্বের প্রথম দুটো ম্যাচের একটি ম্যাচও জিততে পারেনি।


গতকাল খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল জার্মানি। সেই মতই সার্জ গ্যানাবেরি ১০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন জার্মানি। প্রথমার্ধে আর কোনও গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় ইয়েল্টিন তেজেদা সমতা ফেরান কোস্তারিকার হয়ে। ৭০ মিনিটের মাথায় নিজের ডিফেন্ডারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আত্মঘাতী গোল করেন ম্য়ানুয়েল ন্যয়ার। যদিও এরপর ২ টো দল গোল করেন কাই হাভার্টস। ৭৩ মিনিট ও ৮৫ মিনিটের মাথায় পরপর গোল করেন কাই। শেষে ৮৯ মিনিটের মাথায় নিকলাস জার্মানির হয়ে চতুর্থ গোল করেন।


জাপানের দুরন্ত জয়


নিজেদের প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়েছিল সূর্যোদয়ের দেশ। জার্মান শক্তিকে পরাস্ত হতে হয়েছিল। এরপর গতকাল স্পেনের বিরুদ্ধেও জয়। গ্রুপ ই-তে শীর্ষে থেকেই পরের রাউন্ডে চলে গেল জাপান। তিন ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ল ৬। অন্যদিকে স্পেনের পয়েন্ট হল ৪। জার্মানির পয়েন্টও ৪ হয়েছিল। কিন্তু গোলপার্থক্যেই জার্মানিকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় চলে গেল স্পেন। 


খেলার ১১ মিনিটের মাথায় আলভারো মোরাতার গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। এরপরই বারবার আক্রমণ বাড়াতে থাকে জাপান। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটের মাথায় রিতসু দোয়ান প্রথম সমতা ফেরান জাপানের হয়ে। তিন মিনিটের মাথায়ই ফের গোল পেয়ে যায় জাপান। যদিও ৫১ মিনিটে এও তানাকার গোল নিয়ে বিতর্ক রয়েছে। গোলপোস্টের সাইড লাইন পেরিয়ে যাওয়া বল থেকে পাস পেয়ে পা ছুঁইয়ে গোল করেন তানাকা।