সিডনি: মহিলাদের ফুটবল বিশ্বকাপে (Fifa Womens World Cup 2023) বড় অঘটন। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ২ বারের চ্যাম্পিয়ন জার্মানি (Germamy) । গ্রুপ এইচে দক্ষিণ কোরিয়ার (North Korea) বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেছিল জার্মানি। নক আউট পর্বে উঠতে হলে এই ম্যাচ জিততেই হত জার্মানদের। কিন্তু ড্র হওয়ার পর টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল তাদের। এবারের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ছিল জার্মানি।
খেলা শুরুর ৬ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়া এগিয়ে যায়। চমকে দেয় জার্মানদের। চো-সো-হিউনের গোলে এগিয়ে যায় চিন। খেলার ৪২ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় জার্মানি। আলেকজান্দ্রা পোপ খেলায় সমতা ফেরান জার্মানির হয়ে। কিন্তু প্রথমার্ধের শেষে ও দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেননি। মহিলা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার নক আউট পর্বে জায়গা করে নিতে পারল না জার্মানি।
খেলা শেষে জার্মানির মিডফিল্ডার লিনা ওবেরডর্ফ বলেন, ''আমার কেরিয়ারের অন্যতম খারাপ মুহূর্ত।'' আলেকজান্দ্রা পোপ বলেন, ''আমরা ভীষণ হতাশ। এই ম্যাচের বর্ণনা করা খুব কঠিন। একটা গোল আমাদের ভীষণভাবে দরকার ছিল। কিন্তু আমরা এক গোল করতে পারলাম না।''
অন্য দিকে, আর্থিক দুরবস্থার মধ্যে থেকেও জামাইকার শেষ ষোলোয় যোগ্যতা অর্জন কার্যত রূপকথার মতোই। বিশ্বকাপ খেলতে আসার আগে দেশের সমর্থকদের থেকে সাহায্যের আবেদন করেছিল তারা। প্রায় ১ লক্ষ ডলার উঠে আসে। শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। মেয়েদের বিশ্বকাপে একই দিনে বিদায় নিল ব্রাজ়িল ও আর্জেন্তিনা। (Argentina) সুইডেনের কাছে হেরে গেলেন লিওনেল মেসির দেশের মহিলা ফুটবলাররা। তাই একইসঙ্গে দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা রয়ে গেল লা আলবিসেলেস্তেদের।