নয়াদিল্লি: বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের নাম উঠলে, তাঁর নাম একেবারে উপরের সারিতে আসবে। ফুটবলার এবং কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। সেই ফ্রেঞ্জ় বেকেনবাওয়ার (Franz Beckenbauer) চলে গেলেন না ফেরার। জার্মান (Germany Football team) কিংবদন্তির বয়স হয়েছিল ৭৮।
বেকেনবাওয়ারের মৃত্যুর খবর জানিয়ে তাঁর পরিবারের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আমার স্বামী এবং আমাদের বাবা, ফ্রেঞ্জ় বেকেনবাওয়ার কাল, রবিবার, পরিবারের সান্নিধ্যেই ঘুমের মধ্য়ে পরলোক গমন করেছেন। আমরা একান্তে এই দুঃখের সময়টা কাটাতে চাই এবং সকলকে অনুরোধ করছি যাতে এই মুহূর্তে আমাদের কোনও প্রশ্ন না করা হয়।' যদিও ঠিক কী কারণে বেকেনবাওয়ারের মৃত্যু হয়েছে, তার উল্লেখ এই বিবৃতিতে নেই।
'ডের কাইজ়ার' নামে খ্যাত বেকেনবাওয়ার প্রকৃত অর্থেই ফুটবল আইকন। তিনি পশ্চিম জার্মানির হয়ে ১০৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৫০টি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন। খেলোয়াড় হিসাবে দুইবার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর। শুধু তাই নয়, কোনওরকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কোচ হিসাবে তিনি পশ্চিম জার্মানিকে দুইবার বিশ্বকাপ ফাইনালে তোলেন। ক্লাব কেরিয়ারের সিংহভাগ সময়টা বায়ার্ন মিউনিখ জার্সিতে কাটালেও, তিনি পেলের সঙ্গে নিউ ইয়র্ক কসমসের সাজঘরও ভাগ করেছেন।
আজকালকার দিনে বল প্লেয়িং সেন্টার ব্যাক কথাটা খুব প্রচলিত। অর্থাৎ শুধু ডিফেন্ড করা নয়, রক্ষণ থেকে আক্রমণ তৈরি করা এবং প্রয়োজনে আক্রমণে যোগদান করাটাও বর্তমানের ডিফেন্ডারদের জন্য অত্য়ন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়। সেই স্য়ুইপার রোলের স্রষ্টা কিন্তু বেকেনবাওয়ারই। গত শুক্রবারই ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো পরলোক গমন করেছিলেন। ব্রাজিলিয়ান জাগালোর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে খেলোয়াড় এবং কোচ উভয় ভূমিকাতেই বিশ্বজয়ের কৃতিত্ব রয়েছে বেকেনবাওয়ারের। এবার চির শান্তির দেশে সেই কিংবদন্তি ফুটবলার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অতীতে সবাই বল বিকৃত করত, সবথেকে বেশি করত পাক বোলাররা! বিস্ফোরক দাবি ভারতীয় প্রাক্তনীর