লন্ডন: স্বপ্নের ফর্মে রয়েছেন জস বাটলার (Jos Buttler)। আইপিএলে (IPL) দুরন্ত ছন্দে ছিলেন। সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে তিনি জিতে নিয়েছিলেন অরেঞ্জ ক্যাপ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন দিনকয়েক আগে। এবার নতুন এক কীর্তি গড়ে ফেললেন ইংরেজ তারকা।


জস বাটলার (Jos Buttler) ও জেসন রয় (Jason Roy) আবারও আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ডকে ডাচদের বিরুদ্ধে জেতালেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৩০.১ ওভারে ২৪৫ রানের লক্ষ্য তুলে ম্যাচ জিতল ইংল্যান্ড। অর্থাৎ প্রায় ২০ ওভার খেলা বাকি থাকতেই ম্যাচ জেতে ইংল্যান্ড। এদিনের ম্যাচে বাটলার করেন ৬৪ বলে অপরাজিত ৮৬ রান ও জেসন রয় করেন ৮৬ বলে অপরাজিত ১০১ রান। মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন ফিল সল্ট। তবে জেসন রয় ও জস বাটলারের অবিচ্ছেদ্য শতরানের জুটিতে সহজে জয়ী হয় ইংল্যান্ড। শুধু এই ম্যাচেই ইংল্যান্ড জেতেনি, ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যাবধানে জিতে নিয়েছেন বাটলাররা।


বুধবার একদিনের ক্রিকেটে নতুন এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জস বাটলার। সব থেকে কম বল খেলে চার হাজার রান করলেন তিনি। টপকে গেলেন বীরেন্দ্র সহবাগ, শাহিদ আফ্রিদি, ডেভিড ওয়ার্নারদের মতো বিধ্বংসী ব্যাটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের ফর্ম্যাটে মাত্র ৩২৮১ বল খেলে চার হাজার রান করেন ইংল্যান্ডের অধিনায়ক। এই কীর্তি গড়ার ফলে তিনি সহবাগ,আফ্রিদি ও ওয়ার্নারদের অনেক পিছনে ফেললেন। দেখে নিন এই কীর্তি গড়তে কে কত বল খেলেছিলেন।


দেখে নিন একদিনের ক্রিকেটে কে, কত কম বলে চার হাজার রান করেছিলেন - 


জস বাটলার- ৩২৮১ বল


শাহিদ আফ্রিদি- ৩৯৩০ বল


ডেভিড ওয়ার্নার- ৪১২৮ বল


বীরেন্দ্র সহবাগ- ৪১৩১ বল


কুইন্টন ডি'কক- ৪২৫৫ বল


সিরিজের শেষ একদিনের ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে চাল বল বাকি থাকতেই ২৪৪ রান করে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ৩০.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জেসন রয় এবং সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন জস বাটলার।


আরও পড়ুন: করোনা আক্রান্ত কোহলি? ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়েও আচমকা ধোঁয়াশা