মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে অক্সিজেন সিলিন্ডার রিফিলিং (Oxygen Cylinder Refilling) কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Blast)। ১ জনের মৃত্যু (one dead) হয়েছে বলেও খবর। আর কী কী খবর মিলছে?


অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণ


দুর্গাপুরে অক্সিজেন সিলিন্ডার রিফিলিংয়ের সময় হঠাৎ বিস্ফোরণ। ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্গাপুরের মায়াবাজারের কাছে বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে।  আহত আরও ১ জন। হতাহতদের আর্থিক সাহায্যের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখান।


মায়াবাজারের কাছে একটি দুর্গাপুরের বেসরকারি অক্সিজেন সিলিন্ডার রিফিলিং সেন্টার। সেইখানে অক্সিজেন রিফিল হয়ে বিভিন্ন কারখানায় সরবরাহ করা হয়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সিলিন্ডারে অক্সিজেন ভরার সময়ে তীব্র শব্দে বিস্ফোরণ হয়। অন্যান্য শ্রমিকেরা আওয়াজ পেয়ে ছুটে এসে দেখেন যে একজন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মর্মান্তিকভাবে তাঁর ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। অপর একজন শ্রমিকের চোখে আঘাত লাগে। তাঁকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। 


এই ঘটনার পরই কারখানার অন্যান্য শ্রমিকেরা মৃতদেহ সামনে রেখে ক্ষতিপূরণ চেয়ে ও নিজেদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। প্রশাসনিক আধিকারিকেরা গোটা ঘটনা খতিয়ে দেখছেন। এই বিক্ষোভে পৌঁছয় শ্রমিক সংগঠনের আধিকারিকেরা। কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথা হয়। এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের আশ্বাস মেলার পরই বিক্ষোভ ওঠে। যদিও এক্ষেত্রে কারখানার কোনও গাফিলতি ছিল কি না তা পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে।


আরও পড়ুন: Ratna Chatterjee: 'আমি যে দলে থাকব, সেই দল করবেন না বলেছিলেন, এখন অপ্রাসঙ্গিক'! শোভন-বৈশাখীর মন্তব্যে প্রতিক্রিয়া রত্নার


কিছুদিন আগে, ঘুঁটিয়ারি শরিফের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত হন ১ জন। গ্রেফতার করা হয় বাড়ির মালিক ও তাঁর স্ত্রী-সহ ৩ জনকে। বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয় বলে দাবি করে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর বোমা। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।