ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রেকর্ড গড়লেন শুবমান গিল। ভারত এ-র হয়ে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ২৪৮ বলে করলেন অপরাজিত ২০৪ রান। সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন শুবমান। তাঁর এবং অধিনায়ক হনুমা বিহারীর পার্টনারশিপ ওয়েস্ট ইন্ডিজ এ-র বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছে।


১৯ বছরের শুবমান ভেঙে দিলেন গৌতম গম্ভীরের রেকর্ড। ২০০২ সালে ভারতে সফররত জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৮ রান করেছিলেন গম্ভীর। বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে খেলে। সেটাই ছিল এতদিন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড। শুক্রবার থেকে যে নজিরের নতুন মালিক শুবমান।

২৩/৩ স্কোর নিয়ে খেলা শুরু করেছিল ভারত। শুবমান অপরাজিত ছিলেন মাত্র ২ রানে। সেখান থেকে লাঞ্চের মধ্যেই সেঞ্চুরি সম্পূর্ণ করেন পঞ্জাবের ক্রিকেটার। তাঁকে যোগ্য সঙ্গত করেন হনুমা। ১১৮ রানে অপরাজিত ছিলেন তিনি। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৩১৫ রান যোগ করেন দুজনে। ৪ উইকেটে ৩৬৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত এ। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ এ দলের স্কোর বিনা উইকেটে ৩৭ রান।

প্রথম ইনিংসে প্রথম বলেই কোনও রান না করে আউট হয়ে গিয়েছিলেন শুবমান। দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ যেন অনেকটাই পূরণ করে নিলেন। তাঁর ইনিংসে ছিল ১৯টি চার ও দুটি ছক্কা। ৮২.২৫ স্ট্রাইক রেট রেখে ডাবল সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। বাংলার অভিমন্যু ঈশ্বরণ অবশ্য দুই ইনিংসেই রান পাননি। প্রথম ইনিংসে কোনও রান না করে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ডানহাতি ওপেনার করলেন ৬ রান।

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত এ।