গুয়াহাটি: বিশ্বকাপে আফগানদের স্বপ্নভঙ্গ করে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ফের জ্বলে উঠলেন তিনি ব্যাট হাতে। ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের বিধ্বংসী ইনিংং খেলে একাই টিম ইন্ডিয়াকে হারিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। যার ব্যাটিং বিক্রমে ঢাকা পড়ে গেল রুতুরাজ গায়কোয়াডের প্রথম আন্তর্জাতিক শতরানও। 


মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মাত্র ৪৭ বলে নিজের সতেরা পূরণ করেন ম্যাক্সওয়েল।  দলকে জিতিয়ে যখন মার ছাড়ছেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস।  টি-টোয়েন্টি আন্তর্জাতিক অস্ট্রেলিয়া জার্সিতে দ্রুততম শত রানের নজির করেছিলেন এরোন ফিঞ্চ তিনি ৪৭ বল নিয়েছিলেন। চলতি সিরিজেই জস ইংলিশের ব্যাট থেকেও ৪৭ বলে শতরান এসেছিল। এবার ম্যাক্সওয়েলের ব্যাট থেকেও ৪৭ বলে শতরান এল  টি-টোয়েন্টি ফর্ম্যাটে।  তবে এই শত রানের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক চারটি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন প্লেন ম্যাক্সওয়েল। তাঁর সঙ্গে একই সংখ্যক সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর ঝুলিতেও রয়েছে চারটি সেঞ্চুরি। 


বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে টিম ইন্ডিয়ার হাত থেকে কাপ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ট্র্যাভিস হেড। ফের একবার এই ম্যাচে টিম ইন্ডিয়ার পথের কাঁটা হয়ে উঠেছিলেন তিনি। শুরুতেই বিরাট আগ্রাসী মেজাজে ব্যাটিং করা শুরু করেছিলেন তিনি। অপরদিকে অ্যারন হার্ডি দেখেশুনে ইনিংস এগোচ্ছিলেন। তবে তাঁকে ১৬ রানে ফিরিয়ে ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দেন অর্শদীপ সিংহ। ট্র্যাভিস হেডও ৩৫ রানের বেশি করতে পারেননি। তাঁকে সাজঘরে ফেরান আবেশ খান। পরের ওভারেই জস ইংলিশকে ১০ রানে বোল্ড করেন রবি বিষ্ণোই। ৬৮ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।


 


সেই পরস্থিতি থেকে অজ়িদের ইনিংস সামলানোর কাজ শুরু করেন মার্কাস স্টোইনিস ও ম্যাক্সওয়েল। স্টোইনিস ১৭ রানের বেশি করতে পারেননি। তাঁকে আউট করেন অক্ষর পটেল। তিন বল পরেই রবি বিষ্ণোই খাতা খোলার আগেই টিম ডেভিডকে সাজঘরে ফেরত পাঠান। ১৩৪ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছিল অজ়িরা। সেই অবস্থা থেকেই অজ়িদের উদ্বারকার্য শুরু করেন ম্যাক্সওয়েল। 


মাত্র ২৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন অজ়ি তারকা ব্যাটার। এরপর দেখতে দেখতেই ৪৭ বলে শতরান পূরণ করে ফেলন 'ম্যাড ম্যাক্স'।