নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ে আনন্দ চেপে রাখতে পারেননি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মীরওয়াইজ উমর ফারুক। অল পার্টিজ হুরিয়ত কনফারেন্সের এই চেয়ারম্যান টুইট করে বলেন, চারপাশে বাজি পুড়ছে, মনে হচ্ছে ইদ আগেভাগেই এসে পড়েছে। অভিনন্দন টিম পাকিস্তান।



মীরওয়াইজের এই টুইট মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছ’হাজার বারের বেশি রিটুইট হয়।

এরপরেই গৌতম গম্ভীর তাঁকে পরামর্শ দেন পাকিস্তানে চলে যেতে। গম্ভীর টুইট করেন, মীরওয়াইজকে পরামর্শ, সীমান্ত পার হচ্ছ না কেন? ওখানে আরও ভাল (চিনা) বাজি, ইদের উৎসব পাবে। তোমাকে গোছগাছে সাহায্য করতে পারি।



গম্ভীরের টুইট নিয়ে সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক। ভারতীয়রা যেমন তাঁর পাশে দাঁড়ান, পাকিস্তানিরা ভূষিত করেন বাছা বাছা অভিধায়।