লন্ডন: ফের সন্ত্রাস ফিরল ব্রিটেনে।


রবিবার স্থানীয় সময় মধ্যরাতে উত্তর লন্ডনের একটি মসজিদে হামলা চালায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।


খবরে প্রকাশ, ফিন্সবুরি পার্কের কাছে সেভেন সিস্টার্স রোডের ওপর মুসলিম ওয়েলফেয়ার হাউসে একটি মসজিদ রয়েছে। রামজানের প্রার্থনা সেরে সেখান থেকে বেরিয়ে আসছিলেন বহু মানুষ।


এমন সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়। গাড়িতে পিষে যান বহু মানুষ। হুড়োহুড়িতে আহত হন আরও কয়েকজন। ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি। আহতের সংখ্যা ৮।


এই ঘটনায় ভ্যানচালককে আটক করে স্থানীয় মানুষ। ৪৮ বছরের ওই ব্যক্তিকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।


এদিনের কে সম্ভাব্য জঙ্গি হামলা হিসেবে দেখছে ব্রিটেন প্রশাসন। প্রধানমন্ত্রী থেরেসা মে হামলাকে মুসলিমদের ওপর ‘ন্যক্কারজনক’ জঙ্গি হামলা হিসেবে উল্লেখ করেন।


প্রসঙ্গত, গত চারমাসে এই নিয়ে ব্রিটেনে চারবার জঙ্গি হামলা হল। এর মধ্যে চলতি মাসেই এটি দ্বিতীয় হামলা। হামলার তীব্র নিন্দা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।