লন্ডন: ইতিহাসের বিরাট ট্র্যাজেডি।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিটের কেরিয়ারের শেষটা হল চরম হতাশাজনকভাবে। হ্যামস্ট্রিং চোটের জন্য ৪x১০০ মিটার রিলে দৌড় শেষ করতে পারলেন না বোল্ট। যন্ত্রণায় কাতর হয়ে তিনি ট্র্যাক থেকে সরে দাঁড়ালেন।
এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগে ১০০ মিটার দৌড়ের ফাইনালে অপ্রত্যাশিতভাবে তৃতীয় হন বোল্ট। সবার আশা ছিল, কেরিয়ারের শেষ দৌড়ে তিনি ফের চমক দেবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দৌড়টাই শেষ করতে পারলেন না জামাইকান কিংবদন্তী। ইয়োহান ব্লেকের হাত থেকে ব্যাটন নিয়ে পরিচিত ভঙ্গিতেই দৌড় শুরু করেন বোল্ট। কিন্তু এরপরেই বাঁ হ্যামস্ট্রিংয়ে ক্র্যাম্পের ফলে থমকে যেতে হয় তাঁকে। দৌড়তে না পেরে যন্ত্রণায় ট্র্যাকেই বসে পড়েন বোল্ট। সতীর্থরা এসে তাঁকে স্বান্তনা দেন। কিন্তু কোনও স্বান্তনাই তো যথেষ্ট নয়। যিনি চিরকাল ট্র্যাকে রাজত্ব করেছেন, তাঁর বিদায়ও তো হওয়ার কথা ছিল রাজার মতোই। ভাগ্যের পরিহাসে সেটা আর হল না।
হ্যামস্ট্রিং চোট, দৌড় শেষ করতে না পারার যন্ত্রণা নিয়ে বিদায় বোল্টের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2017 01:02 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -