'' for 's , cuts chances of spin practice








নয়াদিল্লি: টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। ফিরোজ শাহ কোটলায় কাল থেকে শুরু হতে চলা প্রস্তুতি ম্যাচে সবুজ পিচ রাখা হয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে এই পিচেই তিন দিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।



বিসিসিআই-এর সিদ্ধান্তে অসন্তুষ্ট কিউয়ি শিবির। তাদের দাবি, তারা যাতে ঘূর্ণি উইকেটে খেলার সুযোগ না পায়, সে জন্যই এই ব্যবস্থা করেছে বিসিসিআই। রস টেলর বলেছেন, ‘এভাবেই টেস্ট ক্রিকেট খেলা হয়। ভারত যখন নিউজিল্যান্ডে যায়, তখন আমরাও একই পন্থা অবলম্বন করি। আমাদের দেশে উইকেটে একটু বেশি ঘাস রাখা হয়। সব দলই ঘরের মাঠে খেলার সুযোগ নেয়।’



কোটলার উইকেটে ঘাস থাকলেও, টেস্ট সিরিজের উইকেট অন্যরকম হবে বলেই মনে করছেন টেলর। তবে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ পাওয়ায় তিনি খুশি। কারণ, গত দুটি সফরে একটিও প্রস্তুতি ম্যাচ পায়নি কিউয়িরা। এবারের এই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে মরিয়া টেলররা।



রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের চার জন নিয়মিত সদস্য ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। তাঁদের অনুপস্থিতিতে মুম্বইয়ের প্রধান ভরসা রোহিত শর্মা। মুম্বইয়ের অধিনায়ক আদিত্য তারের আশা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁদের দল ভাল পারফরম্যান্স দেখাবে।