GT vs CSK, IPL 2023 Final Live: নাটকীয় ম্যাচে ৫ উইকেটে গুজরাতকে হারিয়ে পঞ্চম আইপিএল ট্রফি চেন্নাইয়ের
IPL 2023 Final, GT vs CSK: নাটকীয় পরিস্থিতিতে শেষ বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারলেন জাড্ডু। চেন্নাই ক্রিকেটারেরা দৌড়ে মাঠে ঢুকে উৎসব শুরু করলেন।
নাটকীয় শেষ বলে বাউন্ডারি মেরে চেন্নাইকে পঞ্চম আইপিএল ট্রফি দিলেন রবীন্দ্র জাডেজা। ৫ উইকেটে গুজরাত টাইটান্সকে হারাল সিএসকে।
শেষ ওভারে ম্য়াচ জিততে ১৪ রান চাই চেন্নাইয়ের। ক্রিজে শিবম দুবে ও রবীন্দ্র জাডেজা।
মোহিত শর্মাকে পরপর তিন বলে ছয়, চার ও ছয় মারার পর আউট অম্বাতি রায়ডু। ৮ বলে ১৯ রান করে ফিরলেন অম্বাতি রায়ডু। পরের বলেই ধোনিকে তুলে নিলেন মোহিত। ১৩ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৫০/৫। ম্যাচ জিততে আর ১২ বলে ২১ রান চাই সিএসকের।
রশিদ খানের পরপর ২ বলে ২ ছক্কা মারলেন শিবম দুবে। শেষ ৩ ওভারে ম্যাচ জিততে ৩৮ রান করতে হবে চেন্নাইকে।
১৩ বলে ২৭ রান করে ফিরলেন অজিঙ্ক রাহানে। ১১ ওভারে সিএসকে-র স্কোর ১১৮/৩।
রশিদ খানকে পরপর ২ বলে দুটি বাউন্ডারি মারলেন অজিঙ্ক রাহানে। ১০ ওভারের শেষে সিএসকে ১১২/২। ম্যাচ জিততে আর ৩০ বলে ৫৯ রান চাই চেন্নাইয়ের।
এক ওভারে জোড়া ধাক্কা নূর আমেদের। ফেরালেন সিএসকে-র দুই ওপেনারকে। ১৬ বলে ২৬ রান করে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড়। ২৫ বলে ৪৭ রান করে আউট ডেভন কনওয়ে। ৭ ওভারের শেষে চেন্নাই ৭৮/২।
পাওয়ার প্লে-র ৪ ওভারে ৫২ রান যোগ করল সিএসকে। ম্যাচ জিততে আর ৬৬ বলে ১১৯ রান চাই ধোনিদের।
শুরু হল ম্যাচ। ২ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২৪/০।
রাত ১২.১০-এ শুরু হবে ম্যাচ। খেলা হবে ১৫ ওভারের। চেন্নাই সুপার কিংসের পরিবর্তিত লক্ষ্য ১৭০।
আশিস নেহরা আম্পায়ারদের সম্ভবত বললেন যে, মূল উইকেটের পাশের পিচ ভেজা থাকায় খেলা শুরু করার মতো জায়গায় এখনও পৌঁছয়নি মাঠ।
মূল উইকেটের পাশের পিচ ভিজে থাকায় এখনও শুরু হল না ম্যাচ। রাত ১১.৩০-এ ফের মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।
বৃষ্টি থামলেও মাঠ ভিজে থাকায় এখনও বন্ধ খেলা। রাত ১০.৪৫-এ হবে পরবর্তী পর্যবেক্ষণ।
৩ বলে বিনা উইকেটে ৪ রান চেন্নাইয়ের, এই অবস্থায় বৃষ্টিতে বন্ধ হয়ে গেল ম্যাচ। মাঠ ঢাকা কভারে।
৪৭ বলে ৯৬ রান সাই সুদর্শনের। ১২ বলে ২১ রানে অপরাজিত হার্দিক পাণ্ড্য। ২০ ওভারে গুজরাত তুলল ২১৪/৪।
৩৯ বলে ৫৪ রান করে দীপক চাহারের বলে ফিরলেন ঋদ্ধিমান। ৪০ বলে ৭৬ রান করে ক্রিজে সাই সুদর্শন। ১৭ ওভারের শেষে গুজরাত ১৭৩/২।
৩৬ বলে হাফসেঞ্চুরি করলেন ঋদ্ধিমান সাহা। ১৩ ওভারের শেষে গুজরাতের স্কোর ১২৪/১।
আমদাবাদে ফের বৃষ্টি শুরু হল। ম্যাচ যদিও চলছে। ১২ ওভারের শেষে গুজরাতের স্কোর ১০৯/১।
রবীন্দ্র জাডেজা তুলে নিলেন শুভমন গিলকে (২০ বলে ৩৯ রান)। উইকেটের পিছনে দুরন্ত স্টাম্পিং ধোনির। ৮ ওভারের শেষে গুজরাত ৭২/১।
নিজের বলে ব্যক্তিগত ২১ রানে থাকার মাথায় ঋদ্ধিমান সাহার ক্যাচ ফেললেন দীপক চাহার। ৫ ওভারের শেষে গুজরাতের স্কোর ৪৯/০।
ব্যক্তিগত ৩ রানে থাকার সময় তুষার দেশপাণ্ডের বলে শুভমন গিলের ক্যাচ ফেললেন দীপক চাহার। সুযোগ নষ্টের খেসারত দিতে হবে সিএসকে-কে?
দীপক চাহারের এক ওভারে ১টি ছক্কা ও ২টি চার মেরে ১৬ রান নিলেন ঋদ্ধিমান সাহা। ৩ ওভারের শেষে গুজরাতের স্কোর ২৪/০।
সোমবারও রাত ৮টা থেকে ১০টার মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে আমদাবাদে। আর বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটলেই ডাকওয়ার্থ ল্যুইস নিয়ম কার্যকরী করা হতে পারে। সেক্ষেত্রে পরে ব্যাটিং করা দল সব সময়ই বাড়তি সুবিধা পায়। অঙ্ক কষে রান তাড়া করতে পারে তারা। সেই সুবিধাই নিতে চেয়েছেন ধোনি।
বৃষ্টির আশঙ্কা থাকায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ফাইনালে প্রথমে ব্যাট করবে গুজরাত টাইটান্স।
টসের আগে শুরু হল সমাপ্তি অনুষ্ঠান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সঙ্গীত পরিবেশন করছেন ব়্যাপার কিংগ।
প্রেক্ষাপট
আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার মহারণ। আইপিএল (IPL Final) ফাইনালে গুরু-শিষ্যের লড়াই। মুখোমুখি চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গতবারের ট্রফিজয়ী গুজরাত টাইটান্স (GT vs CSK)। গুরু-শিষ্যের লড়াই কারণ, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এবং হার্দিক প্রকাশ্যে বারবার বলে এসেছেন যে, নেতৃত্বের পাঠ তিনি পেয়েছেন ধোনির কাছেই।
ষোড়শ আইপিএলের (IPL 2023) শুরুটা হয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) ম্যাচ দিয়েই। ৭৩টি ম্যাচের পর সেই একই স্টেডিয়ামে এই দুই দলই আবার খেতাবি লড়াইয়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে। পয়েন্ট তালিকা হোক বা পারফরম্যান্স, এই দুই দলই গোটা আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। ফাইনালে যোগ্য প্রতিপক্ষ হিসাবেই একে অপরের মুখোমুখি হচ্ছে সিএসকে ও গুজরাত।
আইপিএলে (IPL) মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) হাত ধরেই চার চারটি খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সোমবার, ২৮ মে ফাইনালে (IPL Final 2023) পঞ্চম আইপিএল ট্রফি জিতে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বকালীন খেতাব জয়ের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি ধোনির নেতৃত্বাধীন সিএসকের সামনে। এই ম্যাচটি ধোনির শেষ আইপিএল ম্যাচ হতে পারে বলে, বিভিন্ন মহলে জল্পনা চলছে। তিনি পরের মরসুম থেকে আর আইপিএল খেলেন কি না, সেটা সময়ই বলবে। তবে সোমবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামলেই এক অনন্য রেকর্ড গড়ে ফেলবেন মাহি।
তিনিই প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলে ২৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন। নিজের মাইলফলক ম্যাচকে থালা চিরস্মরণীয় করে রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। আইপিএলের ১৬টি মরসুমেই খেলা গুটিকয়েক খেলোয়াড়ের অন্যতম হলেন ধোনি। সিএসকে অধিনায়ক এখনও পর্যন্ত ২৪৯টি আইপিএল ম্যাচে খেলে ফেলেছেন। আইপিএল কেরিয়ারে ৩৯.০৯ গড়ে ৫০৮২ রান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। স্ট্রাইক রেট ১৩৫.৯৬। আইপিএল কেরিয়ারে অপরাজিত ৮৪ রানের ইনিংস তাঁর সর্বোচ্চ। ২৪টি আইপিএল অর্ধশতরানও করেছেন তিনি। রয়েছে একমাত্র কিপার হিসাবে দু'শোর অধিক উইকেট নেওয়ার (কিপার হিসাবে) কৃতিত্ব। সব ঠিকঠাক থাকলে নিজের বর্ণময় কেরিয়ারে সোমবার দিনই আরও একটি নতুন পালক জুড়বেন মাহি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -