GT vs CSK, IPL 2023 Live: ব্যর্থ ধোনির মগজাস্ত্র, চেন্নাইকে হারিয়ে অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়ন গুজরাতের
GT vs CSK Live: হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল প্রথম ম্যাচে।
ঝোড়ো ব্যাটিং রাহুল তেওয়াতিয়া, রশিদ খানের। ৪ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল গুজরাত টাইটান্স।
২১ বলে ২৭ রান করে ফিরলেন বিজয় শঙ্কর। দুরন্ত ক্যাচ মিচেল স্যান্টনারের। গুজরাতের স্কোর ১৫৬/৫। ১২ বলে ম্যাচ জিততে আর ২৩ রান চাই গুজরাতের।
৬৩ রান করে ফিরলেন শুভমন গিল। ১৬ ওভারের শেষে গুজরাত ১৪৫/৪। ম্যাচ জিততে আর ২৪ বলে ৩৪ রান চাই গুজরাতের।
মাত্র ৩০ বলে হাফসেঞ্চুরি শুভমন গিলের। ১২ ওভারের শেষে গুজরাতের স্কোর ১১১/২।
১৬ বলে ২৫ রান করে ফিরলেন ঋদ্ধিমান সাহা। ৫ ওভারের শেষে গুজরাতের স্কোর ৫৬/১।
ঝোড়ো শুরু ঋদ্ধিমান সাহা ও শুভমন গিলের। ৩ ওভারের শেষে গুজরাতের স্কোর ২৯/০।
২০ ওভারের শেষে চেন্নাই সুপার কিংস তুলল ৭ উইকেটে ১৭৮ রান। ৭ বলে ১৪ রানে অপরাজিত রইলেন ধোনি।
আলজারি জোসেফের বলে ৯২ রান করে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড়। ১ রান করে আউট রবীন্দ্র জাডেজা। ১৮ ওভারের শেষে সিএসকের স্কোর ১৫৫/৬।
১২ বলে ১২ রান করে ফিরলেন অম্বাতি রায়ডু। ১৭ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৫১/৪। ৪৯ বলে ৯২ রানে ক্রিজে রুতুরাজ গায়কোয়াড়।
৬ বলে মাত্র ৭ রান করে ফিরলেন বেন স্টোকস। ২৩ বলে হাফসেঞ্চুরি রুতুরাজ গায়কোয়াড়ের। ৯ ওভারের শেষে সিএসকের স্কোর ৯০/০।
১৭ বলে ২৩ রান করে রশিদ খানের বলে কট বিহাইন্ড হলেন মঈন আলি। ৫.৫ ওভারে সিএসকে-র স্কোর ৫০/২।
বল হাতে দুরন্ত মহম্মদ শামি। নিজের দ্বিতীয় ওভারে ডেভন কনওয়ের স্টাম্প ছিটকে দিলেন। ২.২ ওভারে সিএসকে-র স্কোর ১৪/১।
সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি জানালেন, গুজরাতের বিরুদ্ধে দলের চার বিদেশি ক্রিকেটার মঈন আলি, বেন স্টোকস, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে।
প্রেক্ষাপট
আমদাবাদ: দেখতে দেখতে আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে প্রথম ম্যাচে। গুজরাত টাইটান্স গত মরসুমেই প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেছিল। ২টো ম্যাচ পরস্পরের সঙ্গে খেলেছে চেন্নাই ও গুজরাত। ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। এবার তাঁদের কাছে সুযোগ থাকছে জয়ের হ্যাটট্রিক করার। অন্যদিকে ধোনি বাহিনীর কাছে গুজরাতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লড়াই। পুণেতে গতবার প্রথম ম্যাচে ডেভিড মিলারের ৫১ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতেছিল গুজরাত। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত। ৬৭ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা।
জয়ের লক্ষ্যে
গত মরসুমে সিএসকে আশানুরূপ পারফর্ম করতে পারেনি। লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল হলুদ ব্রিগেড। সেই হতাশা কাটিয়ে এ মরসুমে পঞ্চম খেতাব জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নামবেন ধোনিরা। ঘটনাক্রমে, ধোনি ব্যক্তিগতভাবেও এই মরসুমে একাধিক রেকর্ড গড়ে ফেলতে পারেন। কোন কোন রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে মাহির সামনে?
রেকর্ডের হাতছানি
ধোনির বড় শট হাঁকানোর দক্ষতা নিয়ে কারুরই কোনওরকম সন্দেহ থাকার কথা নয়। বিশ্বক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হেলায় যে বোলারদের ভাল বলও মাঠের বাইরে ফেলে দিতে পারেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে মোট ২২৯টি ছক্কা হাঁকিয়েছেন। সর্বকালীন তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এ বারের টুর্নামেন্টে আরও ২১টি ছক্কা মারলেই ২৫০ ছয় মারার রেকর্ড নিজের নামে করে ফেলবেন ধোনি। এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটার আইপিএলে ২৫০ ছক্কা হাঁকাতে পারেননি। অবশ্য রোহিত শর্মাও আইপিএলে ২৪০টি ছয় মেরেছেন। তাই ২৫০ ছক্কার গণ্ডি টপকানোর সুযোগ রয়েছে তাঁর সামনেও।
আইপিএলে ২৩৪ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি। টুর্নামেন্টের ইতিহাসে তাঁর থেকে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব আর কারুর নেই। দীনেশ কার্তিক ২২৯ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন। ধোনি কিন্তু এই মরসুমেই প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২৫০টি ম্যাচ খেলার কৃতিত্ব নিজের নামে করতে পারেন। এছাড়া প্রথম উইকেটকিপার হিসাবে আইপিএলে ৫০০০ রান করার হাতছানিও রয়েছে ধোনির। বর্তমানে তিনি ২০৬ ইনিংস খেলে আইপিএলে ৪৯৭৮ রান করেছেন। আর ২২ রান করলেই পাঁচ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন ধোনি। তাঁর আগে এবি ডিভিলিয়ার্স পাঁচ হাজার রান পূর্ণ করলেও, প্রোটিয়া তারকা সিংহভাগ আইপিএল কেরিয়ারেই কিপিং করেননি। তাই ধোনির সামনে প্রথম কিপার-ব্যাটার হিসাবে পাঁচ হাজার রান করার সুবর্ণ সুযোগ রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -