GT vs CSK, IPL 2023 Live: ব্যর্থ ধোনির মগজাস্ত্র, চেন্নাইকে হারিয়ে অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়ন গুজরাতের
GT vs CSK Live: হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল প্রথম ম্যাচে।
ABP Ananda Last Updated: 31 Mar 2023 11:39 PM
প্রেক্ষাপট
আমদাবাদ: দেখতে দেখতে আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে প্রথম ম্যাচে। গুজরাত টাইটান্স গত মরসুমেই প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেছিল।...More
আমদাবাদ: দেখতে দেখতে আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে প্রথম ম্যাচে। গুজরাত টাইটান্স গত মরসুমেই প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেছিল। ২টো ম্যাচ পরস্পরের সঙ্গে খেলেছে চেন্নাই ও গুজরাত। ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। এবার তাঁদের কাছে সুযোগ থাকছে জয়ের হ্যাটট্রিক করার। অন্যদিকে ধোনি বাহিনীর কাছে গুজরাতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লড়াই। পুণেতে গতবার প্রথম ম্যাচে ডেভিড মিলারের ৫১ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতেছিল গুজরাত। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত। ৬৭ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। জয়ের লক্ষ্যেগত মরসুমে সিএসকে আশানুরূপ পারফর্ম করতে পারেনি। লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল হলুদ ব্রিগেড। সেই হতাশা কাটিয়ে এ মরসুমে পঞ্চম খেতাব জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নামবেন ধোনিরা। ঘটনাক্রমে, ধোনি ব্যক্তিগতভাবেও এই মরসুমে একাধিক রেকর্ড গড়ে ফেলতে পারেন। কোন কোন রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে মাহির সামনে?রেকর্ডের হাতছানিধোনির বড় শট হাঁকানোর দক্ষতা নিয়ে কারুরই কোনওরকম সন্দেহ থাকার কথা নয়। বিশ্বক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হেলায় যে বোলারদের ভাল বলও মাঠের বাইরে ফেলে দিতে পারেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে মোট ২২৯টি ছক্কা হাঁকিয়েছেন। সর্বকালীন তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এ বারের টুর্নামেন্টে আরও ২১টি ছক্কা মারলেই ২৫০ ছয় মারার রেকর্ড নিজের নামে করে ফেলবেন ধোনি। এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটার আইপিএলে ২৫০ ছক্কা হাঁকাতে পারেননি। অবশ্য রোহিত শর্মাও আইপিএলে ২৪০টি ছয় মেরেছেন। তাই ২৫০ ছক্কার গণ্ডি টপকানোর সুযোগ রয়েছে তাঁর সামনেও।আইপিএলে ২৩৪ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি। টুর্নামেন্টের ইতিহাসে তাঁর থেকে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব আর কারুর নেই। দীনেশ কার্তিক ২২৯ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন। ধোনি কিন্তু এই মরসুমেই প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২৫০টি ম্যাচ খেলার কৃতিত্ব নিজের নামে করতে পারেন। এছাড়া প্রথম উইকেটকিপার হিসাবে আইপিএলে ৫০০০ রান করার হাতছানিও রয়েছে ধোনির। বর্তমানে তিনি ২০৬ ইনিংস খেলে আইপিএলে ৪৯৭৮ রান করেছেন। আর ২২ রান করলেই পাঁচ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন ধোনি। তাঁর আগে এবি ডিভিলিয়ার্স পাঁচ হাজার রান পূর্ণ করলেও, প্রোটিয়া তারকা সিংহভাগ আইপিএল কেরিয়ারেই কিপিং করেননি। তাই ধোনির সামনে প্রথম কিপার-ব্যাটার হিসাবে পাঁচ হাজার রান করার সুবর্ণ সুযোগ রয়েছে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
IPL Live Score: ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল গুজরাত
ঝোড়ো ব্যাটিং রাহুল তেওয়াতিয়া, রশিদ খানের। ৪ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল গুজরাত টাইটান্স।