GT vs CSK, IPL 2023 Qualifier 1 Live: বল হাতে অনবদ্য পারফরম্যান্স জাডেজা-থিকসানার গুজরাতকে ১৫ রানে হারিয়ে ফাইনালে সিএসকে

IPL 2023, Qualifier 1, GT vs CSK: এখনও পর্যন্ত টুর্নামন্টের ইতিহাসে মোট ৩ বার দুটো দল আমনে সামনে হয়েছে। প্রত্যেক বারই জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির।

ABP Ananda Last Updated: 23 May 2023 11:33 PM

প্রেক্ষাপট

চেন্নাই: প্রায় দু মাসের কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে আইপিএলের (IPL 2023) প্লে অফে জায়গা করে নিয়েছে চারটি দল। গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। আজ...More

GT vs CSK Qualifier 1 Live: ফাইনালে সিএসকে

দুরন্ত অলরাউন্ড বোলিং পারফরম্যান্সে ফাইনালে পৌঁছল সিএসকে। রশিদের ৩০ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ১৫৭ রানেই অলআউট হয়ে গেল গুজরাত টাইটান্স।