GT vs LSG, IPL 2023 Live: বারবার চারবার, গুজরাতের বিরুদ্ধে নাগাড়ে চতুর্থ ম্যাচ জিতল লখনউ, চার উইকেট নিলেন মোহিত
IPL 2023, Match 51, GT vs LSG: এর আগে তিনটি সাক্ষাৎকারে তিনটিতেই লখনউকে হারিয়েছে গুজরাত।
লখনউয়ের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের দাপট অব্যাহত। লখনউকে ১৭১/৭ রানেই থামিয়ে দিল গুজরাত। ৫৬ রানে জয় পেলেন হার্দিক পাণ্ড্যরা।
শুরুটা দুরন্তভাবে করলেও অল্প ব্যবধানে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছে লখনউ। স্টোইনিস ৪ ও হুডা ১১ রানে সাজঘরে ফেরেন।ডিকক কিন্তু খেলে যাচ্ছেন। এ মরসুমে প্রথমবার সুযোগ পেয়েই নজর কাড়ছেন তিনি। ৩১ বলে অর্ধশতরান করেন তিনি। আপাতত রানে ব্যাট করছেন প্রোটিয়া তারকা। ১৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৩০/৩।
মাত্র ১০ ওভারেই শতরানের গণ্ডি পার করে গেল লখনউ। ১০ ওভার শেষে লখনউয়ের স্কোর ১০২/১। ডিকক ৪৫ ও দীপক হুডা ৪ রানে ব্যাট করছেন। জয়ের জন্য বাকি ১০ ওভারে লখনউকে ১২৬ রান তুলতে হবে।
বড় রান তাড়া করতে নেমে লখনউও শুরুটা দুর্দান্তভাবে করেছে। পাওয়ার প্লের ছয় ওভারে বিনা উইকেটে ৭২ রান তুলল লখনউ। কায়াল মায়ার্স ৪৪ ও কুইন্টন ডিকক ২৪ রানে খেলছেন।
নির্ধারিত ২০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ২২৭ রান তুলল গুজরাত। দুর্ভাগ্যবশত শতরান করতে পারলেন না শুভমন গিল। ৯৪ রানেই অপরাজিত রইলেন তিনি। মিলার করলেন ২১ রান।
১৩ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৫৪/১। দুরন্ত খেললেও শতরান হাতছাড়া করলেন ঋদ্ধিমান সাহা। ৪৩ বলে ৮১ রানে করেই সাজঘরে ফিরতে হল ঋদ্ধিমানকে।
মাত্র ৪৯ বলে শতরানের ওপেনিং পার্টনারশিপ পূরণ করলেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। ৯ ওভার শেষে গুজরাতের স্কোর বিনা উইকেটে ১১৫ রান। রবি বিষ্ণোইয়ের এই ওভার থেকে ১৭ রান উঠল। বর্তমানে ঋদ্ধি ৭১ ও গিল ৪০ রানে ব্যাট করছেন।
দুর্দান্ত আগ্রাসী ছন্দে ব্যাট করা ঋদ্ধিমান সাহা মাত্র ২০ বলে অর্ধশতরান হাঁকালেন। আইপিএলের পাওয়ার প্লেতে সর্বাধিক ৭৮ রান তুলল গুজরাত টাইটান্স।
দুরন্ত ছন্দে ব্যাট করছেন ঋদ্ধিমান সাহা। তিন ওভার শেষে গুজরাতের স্কোর বিনা উইকেটে ৩১ রান। ঋদ্ধিমান ২৫ ও শুভমন ৪ রানে ব্যাট করছেন।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন লখনউ অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য।
প্রেক্ষাপট
আমদাবাদ: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস (GT vs LSG) একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এই ম্যাচটিকে আবার দুই ভাইয়ের লড়াই হিসাবে দেখা হচ্ছে। ম্যাচে গুজরাতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), অপরদিকে হার্দিকের বন্ধু কেএল রাহুল চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে যাওয়ায় লখনউের নেতৃত্বাভার দেওয়া হয়েছে তাঁর দাদা ক্রুণাল পাণ্ড্যকে (Krunal Pandya)। তাই আজ দুই ভাইয়ের মগজাস্ত্রের লড়াই দেখা যাবে।
আপাতত লিগ তালিকায় এক নম্বরেই রয়েছে লখনউ সুপার জায়ান্টস। গত বারের চ্যাম্পিয়নদের দখলে আপাতত ১৪ পয়েন্ট রয়েছে। আজকের ম্যাচত জিতলেই হার্দিকদের প্লে-অফে পৌঁছনো কার্যত নিশ্চিত। অপরদিকে, লিগ তালিকায় তিনে থাকা লখনউ আজকের ম্যাচে জয় পেলে ফের একবার চেন্নাই সুপার কিংসকে সরিয়ে লিগ তালিকায় দুইয়ে পৌঁছে যাবে। প্লে-অফের দিকে তাঁরাও এক পা বাড়িয়ে রাখবে। তাই দুই পয়েন্টের জন্য লড়াইটা হাড্ডিহাড্ডি হবে।
লখনউ এ মরসুমের শুরুটা বেশ ভালই করেছিল। মরসুমের প্রথম ছয় ম্যাচের চারটিতে জিতেছিল লখনউ। তবে আচমকাই ছন্দপতন। গত চারটি ম্যাচের মধ্যে ক্রুণালরা মাত্র একটিতে জয় পেয়েছে। তাই ফর্মে ফিরতেও মরিয়া হবে লখনউ। বৃষ্টিতে সিএসকের বিরুদ্ধে লখনউয়ের গত ম্যাচ ভেস্তে যায় বটে, তবে তাঁরা কিন্তু প্রায় ২০ ওভার ব্যাট করে ব্যাট হাতে বড় রান তুলতে ব্যর্থ হয়েছিল। ১৯.২ ওভারে সাত উইকেটে মাত্র ১২৫ রান তুলেছিল তাঁরা। তাই লখনউ ব্যাটারদের দিকে এই ম্যাচে বাড়তি নজর থাকবে।
নজর থাকবে গুজরাতে বোলারদের দিকেও। গুজরাতের দুই তারকা বোলার মহম্মদ শামি ও রশিদ খান আপাতত পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। দুরন্ত বোলিংয়ে ভর করে গত ম্যাচে রাজস্থানকে পর্যুদস্ত করেছিল গুজরাত। এই ম্যাচেও তেমনই বোলিং পারফরম্যান্সের আশা করবে গুজরাত ম্যানেজমেন্ট। অবশ্য এই ম্য়াচে জশুয়া লিটলকে পাবে না গুজরাত। আয়ার্ল্যান্ডের হয়ে ম্যাচ খেলতে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন তিনি। তাই তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে গুজরাতদের। হার্দিকরা লিগ শীর্ষে থাকলেও কিন্তু তাঁরা এ মরসুমের তিনটি ম্যাচই নিজেদের ঘরের মাঠেই হেরেছে। এই পরিসংখ্যান কিন্তু লখনউকে ভরসা জোগাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -