GT vs LSG, IPL 2023 Live: বারবার চারবার, গুজরাতের বিরুদ্ধে নাগাড়ে চতুর্থ ম্যাচ জিতল লখনউ, চার উইকেট নিলেন মোহিত

IPL 2023, Match 51, GT vs LSG: এর আগে তিনটি সাক্ষাৎকারে তিনটিতেই লখনউকে হারিয়েছে গুজরাত।

ABP Ananda Last Updated: 07 May 2023 07:31 PM

প্রেক্ষাপট

আমদাবাদ: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস (GT vs LSG) একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এই ম্যাচটিকে আবার দুই ভাইয়ের লড়াই হিসাবে দেখা হচ্ছে। ম্যাচে...More

GT vs LSG Live: দাপট অব্যাহত

লখনউয়ের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের দাপট অব্যাহত। লখনউকে ১৭১/৭ রানেই থামিয়ে দিল গুজরাত। ৫৬ রানে জয় পেলেন হার্দিক পাণ্ড্যরা।