কলকাতা: ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে দিল গুজরাত লায়ন্স। জয়ের নায়ক অধিনায়ক সুরেশ রায়না (৮৪)। কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করলেও, মাঝে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল গুজরাত। কিন্তু শেষপর্যন্ত রায়নারাই জয় পেলেন। অধিনায়ক ছাড়া ভাল ব্যাটিং করলেন ব্রেন্ডন ম্যাকালাম (৩৩) ও অ্যারন ফিঞ্চ (৩১)।
আজ টসে জিতে নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাত। কেকেআর দলে একটাই বদল হয়। কলিন ডে গ্র্যান্ডহোমের বদলে দলে নেওয়া হয় বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। রবিন উথাপ্পার ৭২ এবং সুনীল নারিনের বিস্ফোরক ইনিংসের সুবাদে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৭ রান করে কেকেআর। জয়ের জন্য এই রানও যথেষ্ট হল না।
আজ ইডেনে ফের নারিন ঝড় দেখা যায়। আজও ওপেন করতে নেমে তাঁর ১৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। নারিন আজ সব রানই করেন বাউন্ডারি বা ওভার বাউন্ডারিতে। এটাই আইপিএল-এ বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে সর্বোচ্চ রান। এক্ষেত্রে এর আগে সবার আগে ছিলেন সনৎ জয়সূর্য। তিনি ৩৬ রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন নারিন। কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর ৩৩ রান করে জেমস ফকনারের বলে বিপক্ষ অধিনায়ক সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে যান। তারপর উথাপ্পা ও মণীশ পাণ্ডে (২৪) দলের রান বাড়ান।
এবারের আইপিএল-এ প্রথম ম্যাচে গুজরাতেরই মুখোমুখি হয়েছিল কেকেআর। রাজকোটে সেই ম্যাচে ১০ উইকেটে জয় পেয়েছিল গম্ভীরের দল। কিন্তু এবার ঘরের মাঠে হারতে হল। এই ম্যাচে একটি অনন্য ব্যক্তিগত নজির গড়ার লক্ষ্যে নামেন গম্ভীর। কেকেআর অধিনায়ক টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ৪৯টি অর্ধশতরান করেছেন। আজ অর্ধশতরান করতে পারলে টি-২০ ফর্ম্যাটে তাঁর ৫০টি অর্ধশতরান হয়ে যেত। কিন্তু কাছাকাছি গিয়েও সেই নজির গড়তে পারলেন না গম্ভীর। তাঁর দলও জয় পেল না।
কেকেআর দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, ইউসুফ পঠান, শাকিব আল হাসান, সূর্যকুমার যাদব, ক্রিস উকস, সুনীল নারিন, নাথান কোল্টার-নাইল, কুলদীপ যাদব ও উমেশ যাদব।
গুজরাত লায়ন্স দল- ডোয়েন স্মিথ, ব্রেন্ডন ম্যাকালাম, সুরেশ রায়না, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, জেমস ফকনার, ঈশান কিষাণ, প্রবীণ কুমার, বাসিল থাম্পি ও ধবল কুলকার্নি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪ উইকেট জয় গুজরাতের
Web Desk, ABP Ananda
Updated at:
21 Apr 2017 07:41 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -