বুয়েনস এয়ার্স: ২০১৬-র শেষে গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যান। সেই অবস্থাতেই সন্তানের জন্ম। ৪ মাস পর চোখ খুললেন অ্যামেলিয়া বান্নান। দেখতে পেলেন সন্তানকে।


আর্জেন্তিনার বুয়েনস এয়ার্সের বাসিন্দা পেশায় পুলিশকর্মী ৩৪ বছরের অ্যামেলিয়া সহকর্মীদের সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন। ছিলেন তাঁর সন্তানের বাবা, তিনিও পুলিশ অফিসার। রাস্তায় দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়ি, মাথায় প্রচণ্ড চোট পেয়ে অ্যামেলিয়া কোমায় চলে যান।

যখন তিনি পোসাদাস শহরের হাসপাতালে কোমাচ্ছন্ন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, চিকিৎসকরা তখন সময় মেনেই তাঁর সন্তানকে আনেন পৃথিবীতে। বড়দিনের ঘণ্টাকয়েক আগে জন্ম নেয় সুস্থসবল শিশুপুত্র সান্তিনো।

প্রতিদিন সন্ধেবেলায় সে আসত মায়ের কাছে। মা তাঁকে দেখতে পেতেন না ঠিকই কিন্তু সান্তিনোকে দেওয়া হত মায়ের গন্ধ, স্পর্শ।

অ্যামেলিয়া যখন চোখ খুললেন, তাঁর বোন অন্যদিনের মতই সেদিনও নিয়ে আসেন সান্তিনোকে। ৪ মাসের শিশুটিকে দেখে অ্যামেলিয়া প্রথমে ভেবেছিলেন, সে তাঁর আত্মীয়। তারপর সকলে তাঁর কাছে আসল খবর ফাঁস করেন, তাঁরও একটু একটু করে মনে পড়ে সব কথা।

চিকিৎসকরা জানাচ্ছেন, বিজ্ঞানের সব নিয়ম অস্বীকার করে বেঁচে উঠেছেন অ্যামেলিয়া। তাঁর ঘটনা অলৌকিক ছাড়া কিছু নয়।