দেখুন ভিডিও: এটা আউট নাকি!! জবাবে আইসিসি জানাল, 'হ্যাঁ'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2018 01:06 PM (IST)
কলকাতা: আইপিএলের লড়াই এখন অন্তিম পর্যায়ে। আইপিএলের খেলার বিভিন্ন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এবার গলি ক্রিকেটের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওতে ব্যাটসম্যানকে অদ্ভূতভাবে আউট হতে দেখা গিয়েছে। আসলে খেলার সময় ওই আউট নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিতর্ক বেঁধে যায়। পরে হমজা নামে এক ব্যক্তি ভিডিও শেয়ার করে আইসিসি-র কাছে জানতে চান, এটা আউট নাকি? জবাবে আইনের উল্লেখ করে আইসিসি জানায়, হ্যাঁ, ওই ব্যাটসম্যান আউট বলেই গন্য হবেন। ওই ভিডিও পাকিস্তানের বলেই মনে করা হচ্ছে। রাস্তায় ক্রিকেট খেলা হচ্ছিল। বোলারের বল শট মারেন ব্যাটসম্যান। সামনের দিকে কিছুটা দূরে পৌঁছনোর পর আচমকা বলটি ফিরে এসে স্ট্যাম্প ভেঙে দেয়। ব্যাটসম্যান বুঝতেই পারেননি, হলটা কী! অন্য ব্যাটসম্যান এসে তাঁর হাত থেকে ব্যাট কেড়ে নেন। বাধ্য হয়েই ক্রিজ ছাড়তে হয় ব্যাটসম্যানকে। এই ভিডিও পোস্ট করেই আইসিসি-র দ্বারস্থ হন এক ইউজার। আইসিসি ট্যুইট করে জানায়, ৩২.১ আইন অনুসারে ওই ব্যাটসম্যান দুর্ভাগ্যজনকভাবে আউট।