এই ম্যাচের পর ফিঞ্চ বলেছেন, ‘আমার মনে হয়েছিল কুলদীপ যাদবের বিরুদ্ধে সুইপ খেলা নিরাপদ। এক রান নিয়ে উইকেটের প্রান্তে চলে যাওয়ার চেষ্টার পাশাপাশি গ্যাপ পেলে বাউন্ডারি মারার চেষ্টা করছিলাম। যে বলে আউট হয়েছি, সেটা খেলার সময় মাথা কাজ করছিল না। প্রথমে সুইপ করার চেষ্টা করি। কিন্তু পরে অনসাইডে চিপ করতে গিয়ে ফস্কাই। খেলার সময় এটা মাঝেমধ্যে হয়। বিশেষ করে টি-২০ ম্যাচে। বলের বাউন্স বুঝতে পারছিলাম না। কুলদীপের বল খেলা কঠিন ছিল।’
ফিঞ্চের দাবি, বৃষ্টির জন্য খেলা বন্ধ না হলে তাঁরা যদি ১৩৫ রান করতে পারতেন, তাহলে ভারতকে চাপে ফেলা যেত। কারণ, রাঁচির উইকেটে ব্যাট করা কঠিন ছিল। ফলে ১৩৫ রানের টার্গেট তাড়া করতে হলে ভারত সমস্যায় পড়তে পারত।