রাঁচি: ভারতের বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবের বল খেলার সময় মাথা কাজ করছিল না বলে জানালেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। গতকাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কুলদীপের বলেই আউট হন ফিঞ্চ। টানা পাঁচটি বলে সুইপ শট খেলার পর একটি বল সামাল দিতে না পেরে আউট হন তিনি। ৪২ রান করে ফিঞ্চ আউট হয়ে যাওয়ার পরেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামে। শেষপর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৯ উইকেটে জয় পায় ভারত।
এই ম্যাচের পর ফিঞ্চ বলেছেন, ‘আমার মনে হয়েছিল কুলদীপ যাদবের বিরুদ্ধে সুইপ খেলা নিরাপদ। এক রান নিয়ে উইকেটের প্রান্তে চলে যাওয়ার চেষ্টার পাশাপাশি গ্যাপ পেলে বাউন্ডারি মারার চেষ্টা করছিলাম। যে বলে আউট হয়েছি, সেটা খেলার সময় মাথা কাজ করছিল না। প্রথমে সুইপ করার চেষ্টা করি। কিন্তু পরে অনসাইডে চিপ করতে গিয়ে ফস্কাই। খেলার সময় এটা মাঝেমধ্যে হয়। বিশেষ করে টি-২০ ম্যাচে। বলের বাউন্স বুঝতে পারছিলাম না। কুলদীপের বল খেলা কঠিন ছিল।’
ফিঞ্চের দাবি, বৃষ্টির জন্য খেলা বন্ধ না হলে তাঁরা যদি ১৩৫ রান করতে পারতেন, তাহলে ভারতকে চাপে ফেলা যেত। কারণ, রাঁচির উইকেটে ব্যাট করা কঠিন ছিল। ফলে ১৩৫ রানের টার্গেট তাড়া করতে হলে ভারত সমস্যায় পড়তে পারত।
কুলদীপের বল খেলার সময় মাথা কাজ করছিল না, বলছেন ফিঞ্চ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2017 04:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -