করাচি: ২০১৫-১৬ মরশুমে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন মহম্মদ হাফিজ। তিনি প্রায় ৩৯ মিলিয়ন পাকিস্তানি রুপি পেয়েছেন।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সরকারকে দেওয়া তথ্যে জানানো হয়েছে, তিনটি ফর্ম্যাট মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে ম্যাচ ফি ও বোনাস বাবদ ৫৫০ মিলিয়ন পাকিস্তানি রুপি দেওয়া হয়েছে। যে ক্রিকেটাররা তিনটি ফর্ম্যাটেই খেলেছেন, তাঁরা স্বাভাবিকভাবেই বেশি অর্থ পেয়েছেন।
হাফিজ ছাড়াও বিপুল অর্থ পেয়েছেন সরফরাজ আহমেদ (৩৩ মিলিয়ন রুপি), আজহার আলি (৩০ মিলিয়ন রুপি), ওয়াহাব রিয়াজ (২৯ মিলিয়ন রুপি) এবং আহমেদ শেহজাদ (২৮ মিলিয়ন রুপি)। শাহিদ আফ্রিদি পেয়েছেন ১৮ মিলিয়ন রুপি।
২০১৫-১৬ মরশুমে পাকিস্তানের সবচেয়ে অর্থবান ক্রিকেটার হাফিজ
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jul 2016 04:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -