বেলো হরিজেন্টো:বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে মেসিদের হার। আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারাল ব্রাজিল। উল্লেখ্য, ২০১৪-র বিশ্বকাপের সেমিফাইনালে এই এস্টাডো মিনেরিও-তেই  জার্মানির কাছে ৭-১ লজ্জার হার স্বীকার করতে হয়েছিল ব্রাজিলকে। সেই মাঠেই আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত জয় পেল তারা। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করলেন ফিলিপ কুটিনহো, নেইমার ও পলিনহো। একইসঙ্গে দেসের হয়ে গোল সংখ্যার হাফসেঞ্চুরি করে ফেললেন নেইমার। ৭৪ ম্যাচে তাঁর গোল ৫০। নতুন কোচ টিটের অধীনে এই নিয়ে পরপর পাঁচটি ম্যাচে জিতল সেলেকাও ব্রিগেড।

১১টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপে শীর্ষে ব্রাজিল। ১১টি ম্যাচ খেলে আর্জেন্তিনার সংগ্রহে ১৬ পয়েন্ট। প্রথম পাঁচটি দলের মধ্যে নেই আর্জেন্তিনা এর ফলে বিশ্বকাপে পৌঁছনোর রাস্তা কঠিন হয়ে গেল মেসিদের সামনে। গত চারটি ম্যাচ থেকে মেসির দল সংগ্রহ করতে পেরেছে মাত্র ২ পয়েন্ট। গ্রুপে ষষ্ঠস্থানে রয়েছে তারা।

খেলার প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় ব্রাজিল। যদিও শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা। খেলার প্রথম মিনিটেই মেসিকে ফাউল করা হয়। এজন্য ফার্নান্দিনহোকে হলুদ কার্ড দেখানো হয়। ২৩ মিনিটে লুকাস বিগলিয়ার শট কোনওক্রমে আটকান ব্রাজিলের গোলরক্ষক আলিসন। কিন্তু এর দু মিনিট পরেই কুটিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর গোল করে ব্যবধান বাড়ান নেইমার।

২৪ বছর বয়সেই নেইমার দেশের হয়ে ৫০ গোল করে রোমারিও-র ৫৫ গোলোর দিকে এগিয়ে চলেছেন। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল পেলের। ৯১ ম্যাচে ৭৭ গোল।