কলকাতা: ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে সহজেই সাত উইকেটে হারিয়ে আইপিএল-এর শীর্ষেই থাকল কলকাতা নাইট রাইডার্স। ১৬.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৬১ রান তুলে নিল কেকেআর। অধিনায়ক গৌতম গম্ভীর ৭১ রানে অপরাজিত থাকেন। রবিন উথাপ্পা করেন ৫৯ রান।

আজ টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬০ রান করল দিল্লি ডেয়ারডেভিলস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করলেন সঞ্জু স্যামসন। শ্রেয়াস আইয়ার করেন ৪৭ রান। কেকেআর-এর হয়ে ৩ উইকেট নেন নাথান কোল্টার-নাইল। ঘরের মাঠে এই রান তাড়া করে সহজ জয় পেল কেকেআর।

লিগ টেবলে এক নম্বরের সঙ্গে আট নম্বরের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক গম্ভীর। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন দিল্লির দুই ওপেনার নায়ার ও সঞ্জু। নারায়কে ফিরিয়ে প্রথম আঘাত হানেন সুনীল নারিন। এরপর সঞ্জু ও শ্রেয়াসের জুটি দিল্লিকে ভাল জায়গায় পৌঁছে দেয়। তবে কোল্টার-নাইল পরপর শ্রেয়াস, ঋষভ পন্থ (৬) ও ক্রিস মরিসকে (১১) ফিরিয়ে দিয়ে দিল্লিকে চাপে ফেলে দেন। সেই কারণেই শুরুটা ভাল করেও, শেষপর্যন্ত বিশাল স্কোর খাড়া করতে ব্যর্থ হয় জাহির খানের দল। রান তাড়া করে জয় পেতে কেকেআর-এর কোনও সমস্যাই হয়নি।

কেকেআর দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, ইউসুফ পঠান, শেলডন জ্যাকসন, কলিন গ্র্যান্ডহোম, ক্রিস উকস, নাথান কোল্টার-নাইল, উমেশ যাদব ও কুলদীপ যাদব।

দিল্লি ডেয়ারডেভিলস দল- করুণ নায়ার, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, অঙ্কিত বাওনে, কোরি অ্যান্ডারসন, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, প্যাট কামিন্স, অমিত মিশ্র ও জাহির খান (অধিনায়ক)।