হাংঝাউ : এশিয়ান গেমসে সেরা পদক-সাফল্য ভারতের। ভাঙল আগের রেকর্ড। এর আগে সর্বাধিক ৭০টি পদক জয় করতে পেরেছিল ভারত। এবার সেই রেকর্ড ভেঙে ফেলল ভারত। বুধবার দক্ষিণ কোরিয়ার জুটিকে মিক্সড টিম কম্পাউন্ড ফাইনালে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতে নেন ওজাস প্রবীণ ও জ্যোতি সুরেখা। এই সাফল্যের হাত ধরেই নয়া মাইলফলক।


 






এর আগে ২০১৮ সালে ভারত ১৬টি সোনা, ২৩টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছিল। আর এবার এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ঢুকেছে- ১৬টি সোনা, ২৬টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ পদক। এদিকে একাধিক ইভেন্টে ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক নিশ্চিত করে রেখেছেন ভারতীয় খেলোয়াড়রা। ফলে, পদক-তালিকা আরও দীর্ঘ হতে চলেছে, একথা বলাইবাহুল্য। 


তবে, খেলা-অনুযায়ী পদক তালিকা দেখলে, এশিয়ান গেমসে এখনও পর্যন্ত সবথেকে বেশি সাফল্য পেয়েছে শ্যুটিং ও তিরন্দাজি। শ্যুটিংয়ে, ভারতের ঝুলিতে ঢুকেছে ২২টি পদক। অ্যাথলিটে ইতিমধ্যে ২৩টি পদক এসেছে ভারতে। এই তালিকা আরও দীর্ঘয়িত হওয়ার আশায় রয়েছে দেশবাসী।


আজ দিনের শুরুতেই মিক্সড রেস ওয়াকে ব্রোঞ্জ পদক জিতে নেন মঞ্জু রানি ও রাম বাবু। যার হাত ধরে ২০১৮ সালের জাকার্ত গেমসের পদক-তালিকা স্পর্শ করে ফেলে ভারত। পরে ওজাস দেউতালে ও জ্যোতি সুরেখার সোনা জয়ের হাত ধরে গেমসে পদক তালিকায় নিজস্ব রেকর্ড ভেঙে ফেলে ভারত।


মিক্সড টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে পরাস্ত করে সাফল্য পান ভারতীয় তিরন্দাজ ওজাস দেউতালে ও জ্যোতি সুরেখা। সোনার লড়াইয়ে কোরিয়ার সো চেওয়ান ও জু জেহুনকে ১৫৯-১৫৮ ব্যাবধানে হারান জ্যোতি-ওজাস। হাংঝাউয়ে আয়োজিত প্রতিযোগিতায় এটা ভারতে ৭১তম পদক। এর আগে জ্যোতি-ওজাসের জুটি হারিয়েছে কাজাখাস্তানের আদেল হেক্সেনবিনোভা ও অ্যান্দ্রে তুতেন্তো জুটিকে। তাঁদের ১৫৯-১৫৫ ব্যবধানে হারান। মালয়েশিয়ার দল ১৫৫-১৫৮ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারতীয় জুটি।


আজ পুরুষ বিভাগে জ্যাভলিনে থ্রো-তে সোনার লড়াইয়ে নামছেন বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া । এশিয়ান গেমসে সোনা জেতার দৌড়ে ঢুকে পড়েছেন লভলিন বরগোহাই-ও ( Lovlina Borgohain)। চিনের লি কিয়ানের বিরুদ্ধে ৭৫ কেজি মহিলা বক্সিংয়ের ফাইনালে নামবেন তিনি।