নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আনন্দের রেশ খেলার মাঠেও। দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা জানালেন খেলার মাঠের তারকারাও। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে হরভজন সিংহ, প্যারা তিরন্দাজ শীতল দেবী, সকলেই সোশ্যাল মিডিয়ায় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।


সচিন তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, 'প্রজাতান্ত্রিক দেশ হিসাব আমরা ৭৪ বছর সম্পূর্ণ করলাম। এভাবেই বছর বছর সমৃদ্ধি হতে থাকুক। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।'


শীতল লিখেছেন, 'দেশের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই।'


 






 






 






দেখতে দেখতে ৭৫তম বছরে পদার্পণ করল ভারতের প্রজাতন্ত্র। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে তাই বিশেষ আয়োজন হয়েছে। প্রজাতন্ত্র দিবসের সকালে নয়াদিল্লির কর্তব্যপথে আয়োজিত হয় বিশাল বর্ণাঢ্য প্যারেড।


 






 






সেনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনি অংশ নেয় তাতে। এর পাশাপাশি দেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রদর্শনীও হয় কর্তব্যপথে। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ট্যাবলো অংশ নেয় ৭৫তম প্রজাতন্ত্র দিবসে।  ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের জন্য ‘বিকশিত ভারত’ ও ‘ভারত - লোকতন্ত্রের মাতৃকা’ থিম দুটি বেছে নেওয়া হয়েছিল। সেই সুর ধরেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বাছাই করা ট্যাবলো ছিল ২৬ জানুয়ারির কর্তব্যপথে। 


আরও পড়ুন: বছরভর স্বপ্নের দৌড়ের পুরস্কার, বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ভারতের তারকা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে