দুবাই: ভারত বিশ্বকাপ জেতেনি। দুরন্ত ছন্দে গোটা টুর্নামেন্ট খেলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। তবে বছরভর ভাল ক্রিকেট খেলার পুরস্কার পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। আইসিসি (ICC) তাঁকে দিল বিশেষ স্বীকৃতি।
২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন কোহলি। তাঁকে বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হিসাবে বেছে নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল কিংগ কোহলির। ওয়ান ডে ক্রিকেটে ২০২৩ সালে ২৭ ম্যাচে ১৩৭৭ রান করেছেন কোহলি। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ১ উইকেট। ১২টি ক্যাচও ধরেছেন তিনি।
দেশের মাটিতে গত বিশ্বকাপে কোহলি মোট ৭৬৫ রান করেছেন। প্রতিযোগিতার ইতিহাসে এত বেশি রান আগে কেউ করেননি। ২০০৩ সালে গড়া সচিন তেন্ডুলকরের নজিরকেও ছাপিয়ে যান তিনি। ৯৫.৬২ গড় এবং ৯০.৩১ স্ট্রাইক রেটে রান করেছেন কোহলি। তিনটি শতরান রয়েছে তাঁর। সেই সঙ্গে ভেঙে দিয়েছেন সচিনের এক বিশ্বরেকর্ডও। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ৫০টি সেঞ্চুরি হয়ে গিয়েছে কোহলির। সচিনের ছিল ৪৯টি সেঞ্চুরি। বিশ্বকাপের আগে পর্যন্ত সেটিই ছিল সর্বকালীন রেকর্ড। সেই নজির ভেঙে নতুন কীর্তি স্থাপন করেছেন ভারতের কিংবদন্তি।
এ নিয়ে চতুর্থ বারের জন্য আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তেইশের বিশ্বকাপে কোহলি স্বপ্নের ফর্মে ছিলেন। রেকর্ড সংখ্যক রান করেছেন বিশ্বকাপে। ছাপিয়ে গিয়েছেন আগের সব রেকর্ড। কোহলি ছাড়া আর কার কথাই বা ভাবা যেত বর্ষসেরা ওয়ান ডে প্লেয়ার হিসাবে? ২০১২, ২০১৭ এবং ২০১৮ সালে এই সম্মান জিতেছিলেন কোহলি। এবারও তিনি সেরা হলেন। প্রথম ক্রিকেটার হিসেবে কোহলি চারবার এই সম্মান পেলেন। ছাপিয়ে গেলেন এ বি ডিভিলিয়ার্সকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটার আগে তিন বার এই সম্মান পেয়েছিলেন।
আরও পড়ুন: অসমের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটের মন্ত্র, পাঁচ বোলারে নামবে বাংলা, দলেও পরিবর্তনের ইঙ্গিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে