নয়াদিল্লি: হরভজন সিং আইপিএলে খেলবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল কিছুদিন ধরেই। অবশেষে নিজেই জানিয়ে দিলেন, এই ক্রিকেট টুর্নামেন্ট খেলবেন না প্রাক্তন অফ স্পিনার। সুরেশ রায়নার পর ভাজ্জির না খেলার সিদ্ধান্তে চেন্নাই সুপার কিংস দল বড়সড় ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে। বাধ্য হয়ে ভাজ্জির জায়গায় অন্য কোনও খেলোয়াড়কে নিতে চলেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কোচ ফ্লেমিং।
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে না খেলার সিদ্ধান্ত জানালেন হরভজন। এই অভিজ্ঞ অফ-স্পিনারকে দেখা যাবে না ১৩-তম আইপিএলে। মায়ের অসুস্থতার কারণে চেন্নাই দলের সঙ্গে আগেই আরব আমিরশাহিতে যাননি তিনি। ১৫ অগস্ট ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হওয়া চিপকে চেন্নাইয়ের শিবিরেও ছিলেন না হরভজন। টিম ম্যানেজমেন্টের কাছে সপ্তাহ দুয়েক সময় চেয়েছিলেন ভাজ্জি। সেপ্টেম্বরের শুরুতে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল হরভজনের। তবে সিএসকে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর মেলে যে টিমের সঙ্গে কোনও যোগাযোগ করেননি তিনি।
প্রসঙ্গত, ধোনির দল এবার শুরুতে সমস্যায় পড়ে। দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েও আচমকা দেশে ফিরে আসেন রায়না। নির্ভরযোগ্য বাঁ-হাতির সরে আসার পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ হানা দেয় সিএসকে-তে। দুজন প্রথম সারির ক্রিকেটার সমেত ১৩ জন স্টাফের কোভিড-১৯ ধরা পড়ে। যদিও বৃহস্পতিবার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এঁরা বাদে গোটা শিবিরের বাকি সবার টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।