করাচি: বর্তমান ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি অত্যন্ত বড় এক নাম। আন্তর্জাতিক ক্রিকেটে যে কৃতিত্ব ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অর্জন করেছেন, যা অতুলনীয়। তাঁর নেতৃত্বে ভারত শুধু তিনটি আইসিসি ট্রফি-ই জেতেননি. সেই সঙ্গে ২০০৯-এ টেস্ট দলের ক্রমতালিকায় প্রথমবার শীর্ষে স্থানে টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছিল তাঁর হাত ধরেই।
আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের কিছুদিনের মধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছিলেন মাহি। তাঁর ব্যাটিং দাপটে মুগ্ধ হয়ে গিয়েছিল প্রতিপক্ষরাও। এমনই একটা ঘটনার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় রশিদ লতিফ। দলের প্রাক্তন ফাস্ট বোলার তনভির আহমেদের ফোন থেকে তিনি ধোনির কথা জানতে পেরেছিলেন।
নিজের ইউটিউব শো-তে রশিদ লতিফ বলেছেন, আমার মনে আছে, তনভির ২০০৪-এ কেনিয়া সফরে গিয়েছিল। সেখান থেকে ও আমার সঙ্গে ফোনে কথা বলেছিল। আমি তখন ইংল্যান্ডে ছিলাম। তনভির ফোনে আমাকে বলেছিল, রশিদ ভাই, একজন প্লেয়ার এসেছে যে সচিন তেন্ডুলকরের কথা লোককে ভুলিয়ে দেবে। আমি বলেছিলাম, এমনটা কী করে সম্ভব। সচিন সচিনই। ওর মতো প্লেয়ার আর পাওয়া যায় নাকি। তবে সেই ধোনি কিন্তু ব্র্যান্ড ভ্যালুর নিরিখে নিজের কেরিয়ারে সচিনের কাছাকাছি চলে এসেছিল।
সম্প্রতি ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।