নয়াদিল্লি: নয়াদিল্লি: ফের একবার শিরোনামে হরভজন সিংহ। সৌজন্যে অবশ্য যশপ্রীত বুমরাহ। সোশ্যাল মাধ্যম থেকে সংবাদমাধ্যম, যশপ্রীত বুমরাহর হ্যাটট্রিক নিয়ে চর্চায় বারবার চলে আসছে প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হরভজনের হ্যাটট্রিকের কথা। ২০০১ সাল। কলকাতায় স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার সামনে ভারত। ইডেন গার্ডেন্সে ওই ম্যাচেই ইতিহাস গড়েছিলন হরভজন। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট এবং শেন ওয়ার্নের উইকেট তুলে নিয়ে গঙ্গাপারের ইডেনে লিখেছেন গৌরবান্বিত ইতিহাস। দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কৃতিত্ব রয়েছে বাঁ হাতি স্পিডস্টার ইরফান পাঠানের। আর এই তালিকায় একেবারে নবাগত যশপ্রীত বুমরাহ।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হ্যাটট্রিকের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হরভজনের হ্যাটট্রিকের ভিডিও। সেই ভিডিও রিট্যুইট করে অ্যাডাম গিলক্রিস্ট আক্ষেপ করে লেখেন, তাঁর সময়ে ডিআরএস ছিল না। যার উত্তরে হরভজন গিলক্রিস্টকে ট্রোল করেন।
ডিসিশন রিভিউ না থাকার আক্ষেপে গিলক্রিস্ট যে পোস্ট করেছেন তার পাল্টা জবাব দিয়ে ‘টারবুনেটর’ হরভজনের জবাব, “তোমার কি মনে হয়, প্রথম বলে আউট না হলে অনেকক্ষণ টিকে যেতে? বন্ধু, এবার নিজের কান্না থামাও। মনে হয়েছিল, খেলা ছাড়ার পর অন্তত তুমি যুক্তিগ্রাহ্য কথা বলবে, কিন্তু কিছু বিষয় কখনও বদলায় না। সবসময় কাঁদো।”