নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন তিনি। আপাতত চলছে ঋষভ পন্থের (Rishabh Pant) সুস্থ হয়ে ওঠার লড়াই। হাঁটুর অস্ত্রোপচারের পর ক্রাচ হায়ে নিয়ে হাঁটা শুরু করেছেন। যদিও মাঠে ফিরতে এখনও অনেকটা সময় লাগবে বলেই মত বিশেষজ্ঞদের।


আর এই পরিস্থিতিতে পন্থ যাতে মানসিকভাবে তরতাজা থাকেন, সেই চেষ্টা কসুর করছেন না ক্রিকেট মাঠে তাঁর বন্ধু বা শুভানুধ্যায়ীরা।


যেমন সুরেশ রায়না, হরভজন সিংহ, এস শ্রীসন্থ। ত্রয়ী মিলে পন্থের বাড়ি পৌঁছে গেলেন। দীর্ঘক্ষণ সময় কাটালেন তারকা উইকেটকিপারের সঙ্গে। গল্প-আড্ডা-খাওয়াদাওয়া, কিছুই বাদ গেল না। সর্বোপরি, পন্থকে উৎসাহ দিলেন তিনজনই। পাশে থাকার বার্তা দিলেন। সঙ্গে দ্রুত তাঁর সেরে ওঠার জন্য শুভকামনাও জানিয়ে এলেন।


সুরেশ রায়না, হরভজনরা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেরাই জানিয়েছেন এই খবর। হরভজন সিংহ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেছেন। তার একটিতে দেখা যাচ্ছে, ডান হাঁটুতে বিশেষ ক্যাপ পরে রয়েছেন পন্থ। এক হাতে ধরা ক্রাচ। সোফায় বসে আছেন। আর তাঁকে চারদিক থেকে ঘিরে বসে আড্ডা দিচ্ছেন ভাজ্জি, রায়না ও শ্রীসন্থ। আর একটি ছবিতে হেসে সবাইকে গল্প করতে দেখা গিয়েছে। তৃতীয় ছবিতে ভাজ্জি আলিঙ্গন করে রয়েছেন পন্থকে। ক্যাপশনে হরভজন লিখেছেন, 'দ্রুত সেরে ওঠো ভাই। তোমাকে দেখে খুব ভাল লাগল। নিজের ওপর আস্থা রেখো আর জেনো তোমার মধ্যে এমন কিছু আছে যা জীবনের যে কোনও বাধা কাটিয়ে উঠতে তোমাকে সাহায্য করবে'।


 






 






রায়না ছবি পোস্ট করে লিখেছেন, 'ভাইয়েরাই তো সব। যেখানে আমাদের হৃদয়ের যোগ, সেটাই আমাদের পরিবার। ভাই ঋষভ পন্থকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য অনেক শুভেচ্ছা। নিজের ওপর বিশ্বাস রেখো। আমরা সব সময় তোমার সঙ্গে রয়েছি। ফিনিক্স পাখির মতো তুমি অনেক ওপরে উড়বে'।